দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতি নিয়ে ঘোলাটে পরিবেশ …
Facebook
Twitter
LinkedIn
PPR-08 এর বিধি ১৬(৫ক) অনুযায়ি ক্রয়কারী দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ সম্বলিত দলিল চূড়ান্তকরণের পূর্বে বা দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে উন্নয়ন বা রাজস্ব বাজেট নির্বিশেষে ক্রয়কারী কর্তৃক নিজ এবং অন্য ক্রয়কারীর প্রতিনিধিসহ ৩ (তিন) জন সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা কোন নির্দিষ্ট ক্রয়ের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (official cost estimate) প্রস্তুত করিবে এবং দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতকালে পরিবহন ব্যয়, ওভারহেড, মুনাফা, ঝুঁকি, ভৌগোলিক অবস্থান, জটিলতা (complexity), অনগ্রসরতা, জেলা সদর বা ক্রয় কার্যস্থল হইতে দূরত্ব, প্রযোজ্য ক্ষেত্রে, মূল্য সংযোজন কর (VAT) এবং অগ্রিম আয়করসহ (AIT) আনুষঙ্গিক অন্যান্য প্রযোজ্য বিষয়সমূহ আবশ্যিকভাবে বিবেচনা করিবে।
আবার, (৫খ) অনুযায়ি উপ-বিধি (৫ক) এর অধীন প্রস্তুতকৃত দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদনকারী (বা প্রয়োজ্য) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনপূর্বক (সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ কার্য ক্রয়ের ক্ষেত্র ব্যতীত) দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় সীলগালা অবস্থায় গোপন থাকবে।
সিপিটিইউ এর মহাপরিচালক মহোদয় বিভিন্ন ফোরামে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। উদাহরণ স্বরূপ গত ৩০ শে মার্চ ২০১৭ তারিখে প্রকাশিত তার উপরের বক্তব্যটি তুলে ধরা যেতে পারে।
তাহলে, PWD, RHD, LGED, ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান যে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতকালে rate schedule ব্যবহার করে থাকে … … তার ভিত্তি এবং প্রয়োজনীয়তা কি ? এতে তো গোপনীয়ত ভঙ্গের ঝুকি রয়ে যাচ্ছে।
এই লেখকের অন্যান্য লেখা

PPR-2025 সংক্রান্ত আলোচনা
e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –
January 9, 2026
No Comments

ENGLISH Context
International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping
January 8, 2026
No Comments

Other Circulars
সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী
January 6, 2026
No Comments

Magazine
ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর
January 4, 2026
No Comments
2 thoughts on “দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুতি নিয়ে ঘোলাটে পরিবেশ …”
স্টেশনারীজ আইটেম সরবারহ নেয়ার জন্য কোটেশন আহবান করার সময় ভ্যাট ৭.৫% আয়কর ২% নির্ধারিত আছে কিন্তু কন্ট্রাকটরের লভ্যাংশ কত % তা উল্লেখ নাই।
কন্ট্রাকটরের লভ্যাংশ কত % হবে প্লিজ।
কোটেশন দাখিল করার সময় সরবরাহকারি তার প্রয়োজনীয় লভ্যাংশ ধরেই দাখিল করবে। কিন্তু প্রাক্কলন প্রস্তুত করার সময় কোটেশন আহবানকারি কর্তৃপক্ষকে ১০% লভ্যাংশ ধরেই প্রাক্কলন প্রস্তুত করতে হবে।