“প্রকিউরমেন্ট বিডি” তে রেজিষ্ট্রেশনের জন্য বাৎসরিক ফি (সার্ভিস চার্জ সহ) মাত্র ১০২০ টাকা। রেজিষ্ট্রেশনের জন্য নিচের ধাপগুলো অবলম্বন করুনঃ
১। নিচের ফর্ম পূরন করে সাবমিট করুন (এই পাতার একেবারে নিচের দিকে),
২। ১০২০ টাকা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে বিকাশ করুন,
৩। যে নাম্বার থেকে বিকাশ করা হলো সেই মোবাইল নাম্বার ও যে ই-মেইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন তা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে মেসেজ করে পাঠান
অতঃপর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
—————————————————–
রেজিষ্ট্রেশন হালনাগাদকরণ (Renew)
“প্রকিউরমেন্ট বিডি” তে পুনঃ-রেজিষ্ট্রেশন করার জন্য নিচের ধাপগুলো অবলম্বন করুনঃ
১। নিচের ফর্ম পূরন করার বা সাবমিট করার দরকার নেই,
২। ১০২০ টাকা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে বিকাশ করুন,
৩। যে নাম্বার থেকে বিকাশ করা হলো সেই মোবাইল নাম্বার ও যে email নাম্বার দিয়ে ইতিপূর্বে রেজিষ্ট্রেশন করেছেন তা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে মেসেজ করে পাঠান,
অতঃপর রেজিষ্ট্রেশন হালনাগাদ সম্পন্ন হবে। যেদিন রেজিষ্ট্রেশন হালনাগাদ সম্পন্ন হবে সেদিন থেকে পুনরায় এক বছর মেয়াদের জন্য সদস্য বহাল থাকবে।
—————————————————–
ফ্রি রেজিষ্ট্রেশন (Free registration)
“প্রকিউরমেন্ট বিডি news“, “সমসাময়িক“, “সূ-চর্চা“, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” page এর অন্তত যে কোন একটি page এর জন্য কমপক্ষে দুটি আলাদা আলাদা Post প্রেরণ করলে এবং তা প্রকিউরমেন্ট বিডি সাইটে Publish করা হলে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন দেয়া হবে। কোন Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতায় ক্লিক করুন, অতঃপর নির্ধারিত ফর্ম পূরন করে সাবমিট করুন।
রেজিষ্ট্রেশন FORM
উল্লেখ্য যে, রেজিষ্ট্রেশন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরও রেজিষ্ট্রেশন Fee দেয়া না হলে সাত দিন পর তা বাতিল করা হবে। অবশ্য পরবর্তীতে আবার নতুন করে রেজিষ্ট্রেশন করা যাবে।