কমিটি প্রস্তুতি
দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তুতি (Formation of Evaluation Committee):
ই-জিপি তে মূল্যায়ন কমিটি ৩ সদস্য বিশিষ্ট হবে, তারমধ্যে ২ জনকে কমপক্ষে সংশ্লিষ্ট ক্রয়কারী দপ্তরের কর্মকর্তা হতে হবে।
কমিটি গঠনের Flow chart:
Evaluation Committee> Create>Committee Name>Add members> Select (at least 2 from same PE)>Add>Committee role>Submit>
Work flow>Create>No of reviewers (say 0)>Submit>Starts by PE>Ends by PE>Submit>Notify Committee Members>Remarks>Notify
Video Clip # TEC & TOC
দরপত্র উন্মুক্তকরণ কমিটি প্রস্তুতি (Formation of Opening Committee):
ই-জিপি তে দরপত্র উন্মুক্তকরণ কমিটি ২ সদস্য বিশিষ্ট হবে, তারমধ্যে ১ জনকে সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি থেকে হতে হবে।
কমিটি গঠনের Flow chart:
Opening>Opening Committee>Create>Committee Name>Add member>(select 1 from) Same PE>Select (1 from) TEC>Add>Committee Role>Submit>
Work flow>Create>No of reviewers (say 0)>Submit>Starts by PE>Ends by PE>Submit>Notify Committee Members>Remarks>Notify
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর
2 thoughts on “কমিটি প্রস্তুতি”
ই-জিপি তে ০৩ সদস্য বিশিষ্ট Technical Sub Committee গঠনের ক্ষেত্রে PE এর কর্মকর্তা কতজন হবে এবং অন্য PE রাখতে হবে কি -না?
কারিগরী সাব-কমিটি (Technical Sub Committee) এর সদস্য সংখ্যা সর্বোচ্চ ৩ জন। এক্ষেত্রে আর কোন শর্ত নেই। সুতরাং Technical Sub Committee গঠনের ক্ষেত্রে PE এর কর্মকর্তা কতজন হবে এবং অন্য PE রাখতে হবে কি-না তার কোন বাধ্যবাধকতা নেই।