Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Registration

 

রেজিষ্ট্রেশন হালনাগাদ (Renew) এ অর্থাৎ পুরাতন গ্রাহকদের জন্য ডিসকাউন্ট অফার চলছে। এই অফার স্বল্প সময়ের জন্য প্রযোজ্য।

 

নতুন রেজিষ্ট্রেশন (New)

প্রকিউরমেন্ট বিডি” তে রেজিষ্ট্রেশনের জন্য বাৎসরিক ফি (সার্ভিস চার্জ সহ) মাত্র ১০২০ টাকা। রেজিষ্ট্রেশনের জন্য নিচের ধাপগুলো অবলম্বন করুনঃ

১। নিচের ফর্ম পূরন করে সাবমিট করুন (এই পাতার একেবারে নিচের দিকে),
২। ১০২০ টাকা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে বিকাশ করুন,
৩। সর্বশেষ, আপনার নিজস্ব মোবাইল নাম্বার থেকে বিকাশের মোবাইল নাম্বার এবং রেজিষ্ট্রেশনে ব্যবহৃত ই-মেইল নাম্বার টি ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে মেসেজ করে পাঠান।

অতঃপর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

—————————————————–

রেজিষ্ট্রেশন হালনাগাদকরণ (Renew)

প্রকিউরমেন্ট বিডি” তে পুনঃ-রেজিষ্ট্রেশন করার জন্য নিচের ধাপগুলো অবলম্বন করুনঃ

১। নিচের ফর্ম পূরন করার বা সাবমিট করার দরকার নেই,
২। ১০২০ টাকা ৭২০ টাকা ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে বিকাশ করুন,
৩। সর্বশেষ, আপনার নিজস্ব মোবাইল নাম্বার থেকে বিকাশের মোবাইল নাম্বার এবং রেজিষ্ট্রেশনে ব্যবহৃত ই-মেইল নাম্বার টি ০১৭৪-৯৬২৫১২৩ নাম্বারে মেসেজ করে পাঠান।

অতঃপর রেজিষ্ট্রেশন হালনাগাদ সম্পন্ন হবে। যেদিন রেজিষ্ট্রেশন হালনাগাদ সম্পন্ন হবে সেদিন থেকে পুনরায় এক বছর মেয়াদের জন্য সদস্য বহাল থাকবে।

—————————————————–

ফ্রি রেজিষ্ট্রেশন (Free registration)

প্রকিউরমেন্ট বিডি news“, “সমসাময়িক“, “সূ-চর্চা“, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরামpage গুলোর অন্তত যে কোন একটি page এর জন্য কমপক্ষে ২টি আলাদা বিষয়ে Post প্রেরণ করলে এবং তা প্রকিউরমেন্ট বিডি ওয়েবসাইটে Publish করা হলে ১ বছরের জন্য Free রেজিষ্ট্রেশন দেয়া হবে 

কোন Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতায় ক্লিক করুন, অতঃপর নির্ধারিত ফর্ম পূরন করে সাবমিট করুন। অথবা procurementbd@gmail.com এ সরাসরি ইমেইল করুন।

 

রেজিষ্ট্রেশন FORM

Paid Member

 

উল্লেখ্য যে, রেজিষ্ট্রেশন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরও রেজিষ্ট্রেশন Fee দেয়া না হলে ৭ দিন পর তা বাতিল করা হবে। অবশ্য পরবর্তীতে আবার নতুন করে রেজিষ্ট্রেশন করা যাবে।

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-08

Scroll to Top