টেন্ডার জমা দেয়ার সময় ঠিকাদারগন লিকুইড এসেট হিসেবে “লাইন অব ক্রেডিট (Line of Credit)” দাখিল করেন। কিন্তু সঠিকভাবে এই “লাইন অব ক্রেডিট” ডকুমেন্ট দাখিল না করার কারনে অনেক দরপত্র মূল্যায়নের সময় বাদ যায়। এতে ক্রয়কারি প্রতিষ্ঠানের যেমন ক্ষতি তেমনি টেন্ডারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ক্ষতি ও ব্যবসায়িক সুনাম নষ্ট হয়।
এ বিষয়ে স্বচ্ছ ধারনা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
3 thoughts on ““লাইন অব ক্রেডিট” এর যে ভুলের কারণে টেন্ডার বাতিল হয়”