প্রকিউরমেন্টবিডি এর “প্রকিউরমেন্ট বিডি news“, “সমসাময়িক“, “সূ–চর্চা“, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” পাতার লিখা বা পোস্ট গুলো অনন্য থাকতে হবে এবং অন্য কোন ব্লগ, মুদ্রিত মাধ্যম বা মুদ্রিত মাধ্যমের অনলাইন সংস্করণে ইতোপূর্বে প্রকাশিত হয়ে থাকলে তার রেফারেন্স উল্লেখ করতে হবে।
ফেসবুক বা অন্য কোন সামাজিক মাধ্যমে অনুমতি ব্যতিত উন্মুক্ত বা সীমিত ভাবে এই ওয়েবসাইটে প্রকাশিত কোন লিখা বা পোষ্ট কপি-পেষ্ট করে ব্যবহার করা যাবে না, তবে সংশ্লিষ্ট পেইজগুলোর লিঙ্ক শেয়ার করা যাবে।
যে কোন পাতার মন্তব্য অংশে বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক বক্তব্য বা অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট দেয়া যাবে না। এক্ষেত্রে এডমিন তা সরিয়ে ফেলতে পারবে।
কোন শর্ত ভঙ্গ করা হলে এডমিন তার সাবস্ক্রিপশন বাতিল করতে পারবে।