FIDIC (ফিডিক) কি ?

FIDIC অর্থ “Fédération Internationale des Ingénieurs Conseils” যা ফ্রেঞ্চ ভাষার একটি সংক্ষিপ্তকরন। ইংরেজিতে এর অর্থ দাঁড়ায় the International Federation of Consulting Engineers.
FIDIC একটি ফেডারেশন। FIDIC ১৯১৩ সালে ইউরোপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর সদস্য দেশ (founding member countries) ছিল ৩টি – বেলজিয়াম, ফ্রান্স এবং সুইজারল্যান্ড। এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
FIDIC ফেডারেশন গঠনের উদ্দেশ্য ছিল এর সদস্যদের সাধারণ পেশাগত স্বার্থ সংরক্ষন এবং প্রয়োজনীয় তথ্যের আদান প্রদান বৃদ্ধি করা। এখন, প্রায় ৯০ টি দেশ FIDIC এর সদস্য। এছাড়াও সারাবিশ্বের প্রায় বেশিরভাগ ব্যক্তিভিত্তিক পরামর্শ, পরামর্শ প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলো এই FIDIC contracts ডকুমেন্টস ব্যবহার করে থাকে।
FIDIC এর ওয়েবসাইট দেখতে ক্লিক করুন
FIDIC ফেডারেশন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের চুক্তিপত্র (standard forms of contracts) প্রস্তুত ও প্রকাশ করে। এখান থেকে প্রকৌশল কাজের বাইরেও পরামর্শদাতা, সহ-পরামর্শদাতা, যৌথ উদ্যোগ ইত্যাদির জন্য আন্তর্জাতিক মানের চুক্তি প্রস্তুত ও প্রকাশ করে থাকে। এছাড়াও, ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালা, নির্দেশিকা, প্রশিক্ষণ ম্যানুয়াল (যেমনঃ গুণমান ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবসার অখণ্ডতা ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, ইত্যাদি), ব্যবসায়িক প্রক্রিয়া (যেমনঃ ক্রয় প্রক্রিয়া, বীমা, দায়, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, ইত্যাদি) এর ব্যবসায়িক কৌশলপত্র, ইত্যাদি প্রকাশ করে।

এই লেখকের অন্যান্য লেখা

ই-জিপিতে মূল্যায়ন কমিটির কলেবর বৃদ্ধিঃ সদস্যদের সম্মানী পাওয়াতে বঞ্চনা বৃদ্ধির আশংকা
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

প্রকল্প পরিচালকদের ৪র্থ কিস্তি ব্যয় করতে অনুমতি লাগবে না
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প পরিচালকদের জন্য টাকা খরচ করতে কোনো অনুমতি লাগবে না। অর্থ বিভাগ গত মঙ্গলবার হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ)

সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে
গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025] গেজেট আকারে

Strategies for Saying “No” as a Project Manager
Project managers frequently find themselves juggling competing priorities, tight deadlines, and stakeholder demands. While accommodating requests is important for maintaining