এলজিইডির আওতায় ই-জিপি প্রশিক্ষণের জন্য সারাদেশব্যাপী প্রায় ২৪০ জন প্রশিক্ষক (Trainers) নিয়োগ দেয়া হচ্ছে। এলজিইডি ছাড়াও অন্যান্য সরকারী দপ্তর বা আগ্রহী বাংলাদেশের যে কোন নাগরিক আবেদন করতে পারবেন। অতঃপর যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি প্রশিক্ষক পুল প্রস্তুত করা হবে।
বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে এলজিইডিতে ২২ টি ই-জিপি রিসোর্স সেন্টার নির্মান/সম্প্রসারনের করা হয়েছে। এই রিসোর্স সেন্টারগুলোর মাধ্যমেই এলজিইডির নিয়মিত কর্মকর্তাগন ছাড়াও দেশের প্রায় সকল পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের মোট ৮৯১টি দপ্তরের ১০,৫০০ জন কর্মকর্তা প্রায় ৪৭৭ টি ব্যাচে উপরোক্ত প্রশিক্ষক পুলের মাধ্যমে প্রশিক্ষন গ্রহন করবেন।
ই-জিপি প্রশিক্ষক পুলের সদস্য হিসাবে তালিকাভুক্তির জন্য নিন্মলিখিত যোগ্যতার প্রয়োজন হবেঃ
-
- The candidate should have minimum Bachelor Degree in any discipline of Engineering or Masters in Procurement or Member of Chartered Institute of Procurement and Supply (MCIPS).
- The candidate should also have Training on e-GP and three (3) weeks Public Procurement Training on Goods, Works and Services or similar course.
- The candidate should have practical experience on e-GP System, e-GP Guidelines, Public Procurement Act and Rules of Bangladesh.
- The experiences as practitioner or trainer or both will be considered as practical experience.
- Candidates from PSPSOs (LGED/RHD/REB/BWDB) will be given preferences.
- The e-GP practitioner may give details of maximum of 5(five) tenders or Trainings.
আবেদনকারীকে প্রশিক্ষণ প্রদানের স্থান হিসাবে একটি ই-জিপি রিসোর্স সেন্টার বেছে নিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাট অনুযায়ি আবেদন করতে হবে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।