এখানে কয়েকটি বিধি নিয়ে তুলে ধরা হলো। তবে পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই “প্রকিউরমেন্টবিডি” তে উল্লেখিত আইন বা বিধির কোন ধারা বা বিধিমালার কোন বিষয় যাচাই ব্যতীত ব্যবহার না করার জন্য সতর্ক করা হচ্ছে। এখানে ব্যবহৃত যে কোন ধারা বা বিধি শুধু মাত্র বিভিন্ন আলোচনা ও সংশ্লিষ্ট প্রেক্ষাপট সহজে বোধগম্য করার জন্য উল্লেখ করা হয়েছে। বাস্তবিক প্রয়োজনে BPPA এর ওয়েব-সাইটে সংযুক্ত আইন বা বিধিমালা থেকে তা ব্যবহার করতে হবে।
চতুর্থ অধ্যায়
পণ্য, কার্য, ও ভৌতসেবার ক্রয় পদ্ধতি এবং উহার প্রয়োগ
অংশ-৫
অভ্যন্তরীণ ক্রয়: কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি
৯০। কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অনুসরণীয় কার্যপ্রণালি, শর্তাবলি, ইত্যাদি।—
(১) ক্রয়কারী বাজারে বিদ্যমান প্রমিত মানের স্বল্পমূল্যের সহজলভ্য পণ্য, সাধারণ কার্য ও ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে তফসিল-২-এ উন্নয়ন এবং পরিচালন বাজেটের জন্য পৃথকভাবে নির্দিষ্টকৃত মূল্যসীমা অতিক্রম না করা সাপেক্ষে কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগ করিতে পারিবে।
তফসিল
পরিচালন বাজেটের অধীন ক্রয়ের ক্ষেত্রে:
মন্ত্রণালয়/বিভাগের এবং অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা;
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১০ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা।
-
-
বিভাগীয় বা আঞ্চলিক পর্যায়ের এবং জেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে:
-
-
-
- পণ্য ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা;
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা।
-
-
উপজেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা;
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৬ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা।
-
-
উন্নয়ন বাজেটের অধীন বা সংস্থার নিজস্ব অর্থ দ্বারা ক্রয়ের ক্ষেত্রে:
মন্ত্রণালয়/বিভাগের এবং অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা।
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১৫ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ১০০ লক্ষ টাকা।
-
-
ক’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা।
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১৫ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ১০০ লক্ষ টাকা।
-
-
‘খ’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা।
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১২ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৮৫ লক্ষ টাকা।
-
-
গ’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে:
-
-
-
- পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা।
- কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১২ লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা।
-
-
(২) অপপ্রয়োগ রোধ নিশ্চিতকল্পে ক্রয়কারী কার্যালয় প্রধান কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগ যথাসম্ভব নিয়ন্ত্রণ করিবেন।
(৩) বিধি ২৫(১২)-এর অধীন অনুমোদিত ক্রয় পরিকল্পনায় সংশ্লিষ্ট ক্রয়ের জন্য কোটেশন পদ্ধতি নির্ধারিত না থাকিলে কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অনুমোদন আবশ্যক হইবে।
[বাকি অংশ দেখতে লগইন করুন]