উন্নয়ন প্রকল্পে ৩ লাখ টাকা বেতনে পিপিআর ২০০৮ অনুযায়ী একজন কনসালট্যান্টের ১৮ মাসের জন্য ৫৪ লক্ষ টাকার প্রাথমিক চুক্তি ছিল। পরবর্তীতে HOPE এর অনুমোদনক্রমে কনসালটেন্টের চুক্তির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করা হয়েছিলো (৩৩.৩৩% বৃদ্ধি)। সেক্ষেত্রে ১ম সংশোধিত চুক্তিমূল্য ছিল ৭২ লক্ষ টাকা।
এখন, পুনরায় ১২ মাসের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলে (১৮+৬+১২=৩৬ মাস) সেক্ষেত্রে ২য় সংশোধিত চুক্তিমূল্য হবে (৫৪+১৮+৩৬)=১০৮ লক্ষ টাকা, যা কিনা মূল সময়ের ১০০% বৃদ্ধি (ভেরিয়েশন)।
এমতাবস্থায়, উনার চুক্তি ২য় বার সংশোধন করা যাবে কিনা ? গেলে পিপিআর ২০০৮ নাকি ২০২৫ অনুসরণ করতে হবে ?