পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৯৫ (১) অনুযায়ি দরপত্র দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা উত্তীর্ণের পূর্বে ক্রয়কারী যে কোন সময় দলিল সংশোধন (Corrigendum) করতে পারবে।
বিধি ৯৫ (৬) অনুযায়ি দরপত্র প্রস্তুতের জন্য নির্ধারিত সময়ের মধ্যে এক-তৃতীয়াংশের কম সময় অবশিষ্ট থাকাবস্থায় সংশোধন করা হলে দরপত্র দাখিলের সময়সীমা কমপক্ষে ৩ দিন বৃদ্ধি করতে হবে।
উপোরক্ত বিধির আলোকে ই-জিপিতেও দরপত্র LIVE এ থাকা অবস্থায় যে কোন সময় Corrigendum বা Amendment ইস্যু করা যায়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সাবস্ক্রাইব করুনঃ
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।