পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ২৭ (৫) অনুযায়ি রক্ষণযোগ্য অর্থ (retention money) জমা রাখার শর্ত না থাকলে, প্রত্যাশিত কার্যসমাপ্তির তারিখের পর ২৮ (আটাশ) দিন পর্যন্ত কার্য-সম্পাদন জামানত বৈধ থাকতে হবে।
কাজেই, কাজ শেষ হবার ২৮ দিন পর Performance Security ফেরত দেয়া যাবে। ফেরত দিবেন সংশ্লিষ্ট ক্রয়কারী।
ই-জিপিতে Performance Security ফেরত দেয়ার বিষয়ে বিস্তারিত জানার জন্য সাবস্ক্রাইব করুনঃ
4 thoughts on “ই-জিপিতে Performance Security ফেরত দিবেন কিভাবে ?”