টেন্ডারে আমরা সবসময় Liquid Asset শব্দটি দেখে থাকি। এ বিষয়ে ক্রয়কারি, ঠিকাদারি প্রতিষ্ঠান, দরপত্র মূল্যায়ন কমিটি সবারই স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন। অন্যথায়, টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতিতে, দরপত্র দাখিলে অথবা দরপত্র মূল্যায়নে প্রভাব পরবে। এজন্য, টেন্ডারে “লিকুইড এসেট” হিসেবে কোন ধরনের ডকুমেন্ট চাওয়া হবে বা মূল্যায়নে গ্রহনযোগ্য হবে তা জানা প্রয়োজন।
এ বিষয়ে স্বচ্ছ ধারনা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।