চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন করার প্রয়োজন হতে পারে। Works Contract (কার্য চুক্তি) এর বেলায় এটা খুবই স্বাভাবিক ঘটনা।
চুক্তি চলমান থাকা অবস্থায় প্রচলিত কোন আইন, বিধি, অর্ডিনেন্স, ইত্যাদি পরিবর্তনের কারনে চুক্তি মূল্য পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে চুক্তি ভেরিয়েশন করা যাবে কি ? কিসের ভিত্তিতে করা যাবে বা করা যাবে না ইত্যাদি বিষয় জানবো আজকে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।