দরপত্র (টেন্ডার) আহবানের পর ঠিকাদার হিসেবে বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। ধারাবাহিক ভাবে অভিযোগ করার পর সর্বশেষ রিভিউ প্যানেলে আপীল করতে হয়।
সর্বপ্রথম ক্রয়কারী (PE), তারপর ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) এবং অতঃপর সমাধান না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এর সচিব বরাবর অভিযোগ দাখিল করতে হয়। অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। এরপরও সন্তুষ্ট না হলে বা রিভিউ প্যানেল বরাবর আপীল করা যাবে।
রিভিউ প্যানেল বরাবর আপীল করার জন্য DG, CPTU এর মাধ্যমে রিভিউ প্যানেলের চেয়ারম্যান বরাবর আপীল করতে হয়। সরাসরি করা যায় না।
নিচে রিভিউ প্যানেল বরাবর আপীল দাখিলের নমুনা দেয়া হলো।
রিভিউ প্যানেল বরাবর আপীল দাখিলের নমুনার সফট কপি পাওয়ার জন্য ক্লিক করুন।
DG, CPTU বরাবর আবেদনের নমুনাঃ
রিভিউ প্যানেলের চেয়ারম্যান বরাবর আবেদনের নমুনাঃ