সরকারি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি (Open Tendering Method) সবচেয়ে গ্রহনযোগ্য পদ্ধতি।
তবে, PPR-08 অনুযায়ি বিশেষ পরিস্থিতিতে ক্রয়কারী প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগ করেও ক্রয়কার্য সম্পন্ন করতে পারবে।
কাজেই, এই সরাসরি ক্রয় পদ্ধতি সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। এক্ষেত্রে, এই ক্রয় পদ্ধতির ধাপগুলো ফ্লো-চার্ট আকারে দেখলে বুঝতে সহজ হয়।
সরাসরি ক্রয় পদ্ধতি (Direct Procurement Method বা সংক্ষেপে DPM) এর ধাপগুলোর ফ্লো-চার্ট দেখতে লগইন করুন।