বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবার ক্ষেত্রে সরকারি ক্রয়ে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (Quality and Cost based selection Method বা সংক্ষেপে QCBS) সবচেয়ে গ্রহনযোগ্য পদ্ধতি।
PPR-08 অনুযায়ি গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি – যোগ্যতা ও মূল্যভিত্তিক নির্বাচন পদ্ধতি হবে অগ্রে বিবেচ্য পদ্ধতি, যা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হবে।
কাজেই, এই QCBS পদ্ধতি সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। এক্ষেত্রে, এই ক্রয় পদ্ধতির ধাপগুলো ফ্লো-চার্ট আকারে দেখলে বুঝতে সহজ হয়।
গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (Quality and Cost based selection Method বা সংক্ষেপে QCBS) এর ধাপগুলোর ফ্লো-চার্ট দেখতে লগইন করুন।