সরকারি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি (Open Tendering Method) সবচেয়ে গ্রহনযোগ্য পদ্ধতি।
তবে, PPR-08 অনুযায়ি বিশেষ পরিস্থিতিতে ক্রয়কারী প্রয়োজনে কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন দরপত্র পদ্ধতি প্রয়োগ করেও ক্রয়কার্য সম্পন্ন করতে পারবে।
কাজেই, এই কোটেশন পদ্ধতি সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। এক্ষেত্রে, এই ক্রয় পদ্ধতির ধাপগুলো ফ্লো-চার্ট আকারে দেখলে বুঝতে সহজ হয়।
কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন দরপত্র পদ্ধতি (Request for Quotation Method বা সংক্ষেপে RFQ) এর ধাপগুলোর ফ্লো-চার্ট দেখতে লগইন করুন।