তফসিল-2
প্রাক-যোগ্যতা, প্রাক-দরপত্র সভা
বিধি | ... ... ... ... ... ... ... বিষয় ... ... ... ... ... |
৯১(১) | প্রাক-যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম মূল্যসীমা - |
- ৩৫ (পঁয়ত্রিশ) কোটি টাকার অধিক মূল্যের নির্মাণ কার্য; - ৩ (তিন) কোটি ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার অধিক মূল্যের রক্ষণাবেক্ষণ কার্য; - ১৫ (পনের) কোটি টাকার অধিক মূল্যেরপ্লান্ট ও যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন; - ৩৫ (পঁয়ত্রিশ) কোটি টাকার অধিক মূল্যেরকোন স্থাপনার নকশা তৈরী ও অবকাঠামো নির্মাণ কার্য; - ৩ (তিন) কোটি ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার অধিক মূল্যেরনির্দিষ্ট নকশা ও মাপে যন্ত্রপাতি তৈরী (custom designed equipment); - ৩৫ (পঁয়ত্রিশ) কোটি টাকার অধিক মূল্যের ব্যবস্থাপনা চুক্তি। |
|
৯১ (৪) | আবেদনকারীদের প্রাক-যোগ্যতার আবেদনপত্র প্রণয়নের সময়সীমা - |
কমপক্ষে ২১ (একুশ) দিন। | |
৯১(৭) | ক্রয়কারী কর্তৃক যে সময়ের পূর্বে প্রাক-যোগ্যতার দলিলের উপর আবেদনকারীর নিকট হইতে স্পষ্টীকরণের অনুরোধপত্র গ্রহণ করা হইবে - |
আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময়সীমার ৭ (সাত) কার্যদিবসের পূর্ব পর্যন্ত। | |
৯১(৮) | ক্রয়কারী যে সময়ের মধ্যে আবেদনকারীর নিকট হইতে প্রাক-যোগ্যতার দলিলের উপর স্পষ্টীকরণের অনুরোধ পত্রের জবাব প্রদান করিবেন - |
৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
৯৩(৯) | প্রাক-যোগ্য আবেদনকারীর সংখ্যা - |
ন্যূনতম ৩ (তিন) জন। | |
৯৩(১৮) | প্রাক-যোগ্য আবেদনকারী কর্তৃক উহার আকার বা গঠন প্রক্রিয়ার কোন পরিবর্তনের বিষয়ে ক্রয়কারীকে অবহিতকরণের সময় |
দরপত্র আহ্বানের তারিখের পর অনধিক ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে। | |
৯৪(১১) | প্রাক-দরপত্র সভার কার্য-বিবরণী বিতরণের সময় - |
সভা অনুষ্ঠিত হইবার ৫ (পাঁচ) দিনের মধ্যে। | |
৯৫(২) ১১৭(১৯) | ক্রয়কারী কর্তৃক দরপত্র বা প্রস্তাব দলিলের স্পষ্টীকরণ এবং ক্ষেত্র মত দলিলের সংশোধন বা সংযোজন (addendum) জারী করিবার সময়সীমা - |
৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
৯৫(৩) | দরপত্রদাতা কর্তৃক দরপত্র দলিলের সংশোধন ও সংযোজন প্রাপ্তিস্বীকারের সময় - |
৩ (তিন) কার্যদিবসের মধ্যে। | |
৯৫(৪) | সংশোধন, সংযোজন বা স্পষ্টীকরণের জন্য অনুরোধের উত্তর প্রাপ্ত না হইলে, দরপত্রদাতা কর্তৃক ক্রয়কারীকে অবহিত করার সময় - |
দরপত্র দাখিলের জন্য প্রদত্ত সময়ের দুই-তৃতীয়াংশ সময় অতিক্রান্ত হইবার পরে। | |
৯৫(৬) | দরপত্র দলিলের সংশোধনজনিত কারণে সময়সীমা বর্ধিত করণ - |
দরপত্র প্রণয়নের জন্য এক-তৃতীয়াংশের কম সময় অবশিষ্ট থাকা অবস্থায় সংশোধন করা হইলে সময়সীমা ন্যূনতম ৩ (তিন) দিন বৃদ্ধি করিতে হইবে। | |