এখানে কয়েকটি বিধি নিয়ে তুলে ধরা হলো। তবে পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই “প্রকিউরমেন্টবিডি” তে উল্লেখিত আইন বা বিধির কোন ধারা বা বিধিমালার কোন বিষয় যাচাই ব্যতীত ব্যবহার না করার জন্য সতর্ক করা হচ্ছে। এখানে ব্যবহৃত যে কোন ধারা বা বিধি শুধু মাত্র বিভিন্ন আলোচনা ও সংশ্লিষ্ট প্রেক্ষাপট সহজে বোধগম্য করার জন্য উল্লেখ করা হয়েছে। বাস্তবিক প্রয়োজনে BPPA এর ওয়েব-সাইটে সংযুক্ত আইন বা বিধিমালা থেকে তা ব্যবহার করতে হবে।
চতুর্থ অধ্যায়
পণ্য, কার্য, ও ভৌতসেবার ক্রয় পদ্ধতি এবং উহার প্রয়োগ
অংশ-২
অভ্যন্তরীণ ক্রয়: সীমিত দরপত্র পদ্ধতি
৮০। সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ।—
(১) নিম্নবর্ণিত পরিস্থিতে ক্রয়কারী সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগ করিয়া ক্রয়কার্য সম্পন্ন করিতে পারিবে, যথা:-
(ক) যেসকল ক্ষেত্রে পণ্য, কার্য, ও ভৌতসেবা তাহাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে কেবল সীমিতসংখ্যক যোগ্যতাসম্পন্ন সম্ভাব্য ইকনোমিক অপারেটরের নিকট হইতে প্রাপ্তিসাধ্য (যথা—বিমান, রেল ইঞ্জিন, বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম, গর্ভনিরোধক সামগ্রী, টেলিযোগাযোগ সরঞ্জামাদি, খাদ্যগুদাম, বন্দর, পোতাশ্রয়, ইত্যাদি); বা
(খ) জরুরি প্রয়োজনে পণ্য, কার্য, বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া গ্রহণ বাস্তবসম্মত নহে বলিয়া প্রতীয়মান হইলে:
তবে শর্ত থাকে যে, যে পরিস্থিতির কারণে বর্ণিত জরুরি অবস্থার উদ্ভব হইয়াছে, ক্রয়কারী কর্তৃক উহার পূর্বানুমান করা সম্ভব ছিল না অথবা ক্রয়কারীর দীর্ঘসূত্রতার কারণেও উহা সূচিত হয় নাই; বা
(গ) যেসকল ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ব্যয়হ্রাস এবং খুচরা যন্ত্রাংশের মজুত সীমিতকরণের লক্ষ্যে সরকার নির্দিষ্ট কতিপয় ব্র্যান্ডের (যথা—কম্পিউটার, গবেষণাগারের যন্ত্রপাতি, গবেষণার যন্ত্রপাতি, ইত্যাদি) প্রমিতীকরণসংক্রান্ত নীতিমালা প্রবর্তন করিয়াছে; বা
(ঘ) তফসিল-২-এ বর্ণিত মূল্যসীমা সাপেক্ষে, তালিকাভুক্ত সরবরাহকারী, ঠিকাদার বা সেবাপ্রদানকারীর এর নিকট পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের নিমিত্ত দরপত্র আহ্বান করা যাইবে:
তবে শর্ত থাকে যে, এই বিধিমালার অন্যান্য বিধিতে যাহাই কিছুই বর্ণিত হউক না কেনো, টেকসই সরকারি ক্রয়ের সামাজিক উপাদানের অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে একজন ক্রয়কারী পরিচালন খাতে তাহার বার্ষিক বাজেটের তফসিল-২-এ বর্ণিত পরিমাণের বিপরীতে, বিশেষায়িত ক্রয়ের ক্ষেত্র ব্যতিরেকে, ক্রয় কার্যক্রম কেবল অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান (Micro and small enterprise), নারী-মালিকানাধীন প্রতিষ্ঠান (Women-owned enterprise) এবং নূতন প্রতিষ্ঠানের (New enterprise) মধ্যে সীমিত রাখিবে এবং সেই লক্ষ্যে সংশ্লিষ্ট ক্রয়কারী কর্তৃক সম্ভাব্য দরদাতাগণের তালিকাভুক্তিকালে সামাজিক ক্রয় ক্যাটেগরি শিরোনামে পৃথক তালিকা সংরক্ষণ করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, সামাজিক সুরক্ষা ও স্থানীয় উন্নয়ন সম্পর্কিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও ক্রয়কারী সার্বিক ক্রয় পরিকল্পনায় অন্তর্ভুক্তিকরণ সাপেক্ষে সামাজিক ক্রয় ক্যাটেগরির মাধ্যমে সীমিত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণ করিতে পারিবে; বা (ঙ) দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর, ১৯৮৯/৩১শে ভাদ্র, ১৩১৬ তারিখে শিল্প মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত শিল্প/স্বস-৩/পার-১১/৮৮/২৫৫ নং প্রজ্ঞাপন অনুযায়ী কর্পোরেশন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান/কারখানা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে সাব-কন্ট্রাকটিং ব্যবস্থাধীনের মাধ্যমে লিংকেজ স্থাপনপূর্বক ধাতব, প্লাস্টিক, চীনামাটি প্রভৃতি হইতে প্রস্তুত যন্ত্রপাতি/যন্ত্রাংশ সংগ্রহের জন্য প্রণীত বিধিমালা ও জাতীয় শিল্পনীতি, ২০১০-এর নীতি ১৫.৪ এর (খ)-এর আলোকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বা যন্ত্রপাতির চাহিদা পূরণের ক্ষেত্রে।
[বাকি অংশ দেখতে লগইন করুন]
গ্রাহক হোন
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন।
** সীমিত সময়ের জন্য Discount চলছে।
ফ্রী রেজিস্ট্রেশন
“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।
সূচীঃ PPR-25
- অধ্যায়-১ঃ প্রারম্ভিক (বিধি ১-৩)
- অধ্যায়-২ঃ দরপত্র, কমিটি (বিধি ৪-২১)
- অধ্যায়-৩ঃ ক্রয় নীতি (বিধি ২২-৭৭)
- অংশ-১: সাধারণ (২২-২৭)
- অংশ-২: দরপত্র বৈধতা, জামানত (২৮-৩৭)
- অংশ-৩: বিনির্দেশ (৩৮-৪৩)
- অংশ-৪: দরপত্র বাতিলকরণ (৪৪-৪৬)
- অংশ-৫: অনুমোদন, চুক্তিসম্পাদন (৪৭-৪৯)
- অংশ-৬: চুক্তি পরিচালনা (৫০-৫৯)
- অংশ-৭: রেকর্ডপত্র সংরক্ষণ (৬০-৬১)
- অংশ-৮: ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (৬২-৬৩)
- অংশ-৯: ব্যক্তির যোগ্যতা (৬৪-৬৯)
- অংশ-১০: যৌথ উদ্যোগ (JVCA) (৭০)
- অংশ-১১: স্বার্থের সংঘাত (৭১)
- অংশ-১২: অভিযোগ ও আপীল (৭২-৭৭)
- অধ্যায়-৪ঃ ক্রয় পদ্ধতি (বিধি ৭৮-১০৯)
- অধ্যায়-৫ঃ প্রক্রিয়াকরণ (বিধি ১১০-১২৩)
- অধ্যায়-৬ঃ Services (বিধি ১২৪-১৪৮)
- অধ্যায়-৭ঃ অসদাচরণ (বিধি ১৪৯)
- অধ্যায়-৮ঃ ইলেকট্রনিক পদ্ধতি (বিধি ১৫০)
- অধ্যায়-৯ঃ বিবিধ (বিধি ১৫১-১৫২)
- ### তফসিলঃ সূচী
- তফসিল-১ঃ আদর্শ দরপত্র দলিল (STD)
- তফসিল-২: বিবিধ
- তফসিল-৩: Procurement Processing
- তফসিল-৪: Processing & Approval চেকলিষ্ট
- তফসিল-৫: Procurement Plan
- তফসিল-৬ঃ Procurement Processing
- তফসিল-৭: CCGP তে প্রস্তাব প্রেরণের ছক
- তফসিল-৮: NOA
- তফসিল-৯ঃ Reporting Contract Award
- তফসিল-১০: Public Reporting on Contract Signing
- তফসিল-১১: Records of Procurement
- তফসিল-১২ঃ JV sample AGREEMENT
- তফসিল-১৩: Consultant Conflicts of Interest
- তফসিল-১৪: ফ্লো-চার্ট (ক্রয় পদ্ধতি)
- ফ্লো-চার্টঃ উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM)
- ফ্লো-চার্টঃ সীমিত দরপত্র পদ্ধতি (LTM)
- ফ্লো-চার্টঃ দুই পর্যায় বিশিষ্ট দরপত্র পদ্ধতি (TSTM)
- ফ্লো-চার্টঃ কোটেশন পদ্ধতি (RFQ)
- ফ্লো-চার্টঃ সরাসরি ক্রয় পদ্ধতি (DPM)
- ফ্লো-চার্টঃ গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (QCBS) (PPR-25)
- ফ্লো-চার্টঃ নির্দিষ্ট বাজেটভিত্তিক নির্বাচন পদ্ধতি (SFB)
- ফ্লো-চার্টঃ নিম্নতম ব্যয়-ভিত্তিক নির্বাচন পদ্ধতি (LCS) (PPR-25)
- ফ্লো-চার্টঃ একক উৎস ভিত্তিক পরামর্শক নির্বাচন পদ্ধতি (SSS)
- তফসিল-১৫ঃ Invitation for Enlistment
- তফসিল-১৬: Request for Expression
- তফসিল-১৭: Tender Forms
- তফসিল-১৮: low-priced tender চিহ্নিতকরণ
- তফসিল-১৯: General Considerations (Consultants)
- তফসিল-২০: Code of Ethics
- তফসিল-২১ঃ ডিবারমেন্ট রিভিউ বোর্ড