=========================================================================
তফসিল-২ (PPR-2025)
৯(১): বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি:
ক্রয়কারীর নিজ দপ্তর হইতে বা প্রয়োজনে অন্য ক্রয়কারী দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে কমপক্ষে ৩ হইতে অনধিক ৫ জন সদস্য
১০(১): দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি:
দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি হইতে ১ জন এবং সংশ্লিষ্ট ক্রয়কারী হইতে কমপক্ষে ১ জন সদস্যসহ কমিটি নিম্নরূপভাবে গঠন করা হইবে:
(ক) সভাপতি;
(খ) সদস্য;
(গ) সদস্য সচিব।
১১(১): দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি:
যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ:
-
-
- যাহারা কমপক্ষে ৫ জন এবং সাধারণত অনধিক ৭ জন সদস্য, যাহাদের মধ্যে ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থা বর্হিভূত কমপক্ষে ২ জন সদস্য অন্তর্ভুক্ত থাকিবে;
- মূল্যায়নে ১ জন বহিঃসদস্যসহ কমপক্ষে ৫ জন সদস্যের উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর আবশ্যক হইবে;
-
যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান বা তাহার নিম্ন পদমর্যাদার কোনো কৰ্তৃপক্ষ:
-
-
- ৩ জন সদস্য, যাহাদের মধ্যে কমপক্ষে ১ জন একই বা ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অধীন অপরাপর ক্রয়কারীসমূহের কর্মকর্তাকে মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে।
- মূল্যায়নের ক্ষেত্রে ৩ জন সদস্যেরই উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে উক্ত সদস্যদের স্বাক্ষর আবশ্যক হইবে।
-
বিদেশে জাতীয় পতাকাবাহী বাহন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশনসমূহের ক্ষেত্রে
-
-
- ক্রয়কারী হইতে কমপক্ষে ৩ জন সদস্য
- মূল্যায়নের ক্ষেত্রে ৩ জন সদস্যেরই উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে উক্ত সদস্যদের স্বাক্ষর আবশ্যক হইবে।
-
১১(১৫): কারিগরি সাব কমিটির সদস্য সংখ্যা: অনধিক ৩ জন
[সম্পুর্ন দেখার জন্য লগইন করুন]