পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ধারা ৬৪ অনুযায়ি কোন বিধান লংঘন করলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ডিবার (Debar) বা সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমে বা ভবিষ্যতে অন্য কোন ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য বলে ঘোষণা করা যাবে।
আবার, চুক্তি বাস্তবায়নকালীন বিষয়ে ক্রয়কারী ও সরবরাহকারী/ঠিকাদার এর মধ্যে উদ্ভুত সমস্যা নিরসনকল্পে Adjudication প্রক্রিয়া অনুসরণ করা যাবে।
দুই প্রক্রিয়াই আইনত বৈধ।
এখন প্রশ্ন হচ্ছে ক্রয়কারী কর্তৃক কোন প্রতিষ্ঠানকে ডিবার ঘোষণার পর উক্ত প্রতিষ্ঠান Adjudication এর জন্য অনুরোধ করতে পারবে কি না ? সেক্ষেত্রে ক্রয়কারী কিভাবে অনুমোদন দিবেন ?
বিস্তারিত জানতে লগইন করুনঃ