পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের বিভিন্ন বিষয়
কোন কোন ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া আবশ্যকঃ
– প্রাক-যোগ্যতা
– তালিকাভুক্তির আবেদন
– দরপত্র আহবান
কে বিজ্ঞাপন প্রকাশ করবেঃ
ক্রয়কারী
কখন কোথায় বিজ্ঞাপন
অভ্যন্তরীণ ক্রয়ে
– দাপ্তরিক পাক্কলিত মূল্য ৫০ লক্ষ টাকার নিন্মেঃ একটি বাংলা এবং একটি ইংরেজী সংবাদপত্রে
– দাপ্তরিক পাক্কলিত মূল্য ৫০ লক্ষ টাকার উর্দ্ধেঃ ঢাকার বাহিরে কার্যরত ক্রয়কারী, উপরোক্ত ২টি পত্রিকার পাশাপাশি সরকারি মিডিয়া তালিকাভুক্ত বহুল প্রচারিত ১টি আঞ্চলিক বা স্থানীয় দৈনিক সংবাদপত্রে ১ দিনের জন্য বিজ্ঞাপন প্রকাশ করবে।
তবে, সীমিত দরপত্র পদ্ধতি (LTM)-র ক্ষেত্রে তালিকাভূক্ত সরবরাহকারী ঠিকাদারদের নিকট হতে দরপত্র আহ্বান ছাড়াও ক্রয়কারীর ওয়েবসাইটে এবং স্থানীয় পত্রিকাতেও সংক্ষিপ্ত আকারে যুগপৎ বিজ্ঞাপন প্রদান বাঞ্ছনীয় হবে।
আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে
কোন ইংরেজী সংবাদপত্র বা আন্তর্জাতিকভাবে বহুল প্রচারিত কোন প্রকাশনায়, বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর প্রকাশনার ডেভলাপমেন্ট গেইটওয়ে মার্কেট এবং প্রয়োজনবোধে, বাংলাদেশে অবস্থিত বৈদেশিক বাণিজ্যিক মিশনসমূহে বা বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনসমূহে প্রচার করিতে হইবে।
বিজ্ঞাপন প্রকাশের তারিখে সংশ্লিষ্ট সংবাদপত্রের একাধিক সংস্করণ প্রকাশিত হইলে, ক্রয়কারী উক্ত সংস্করণের প্রতিটি কপিতে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রচারের নিশ্চয়তা বিধান করিবে;
ওয়েবসাইটে-ও বিজ্ঞাপন প্রকাশ করতে হবে
সিপিটিইউ’র ওয়েবসাইটে সংশ্লিষ্ট নোটিশ প্রকাশ করতে হবে যখন দাপ্তরিক প্রাক্কলিত মূল্য-
পণ্য ও সংশ্লিষ্ট সেবা এবং কার্য ও ভৌত সেবা ১ কোটি টাকা বা তার ঊর্ধ্বে;
বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা যখন ৫০ লক্ষ টাকা বা তার ঊর্ধ্বে।
ক্রয়কারীর ওয়েবসাইটেও (যদি থাকে) প্রকাশ করিতে হইবে।
বিজ্ঞাপন যুগপৎ সিপিটিইউ এবং পত্রিকায় প্রেরণ করিতে হইবে।
বিজ্ঞাপনের পরিবর্তন বা সংশোধন হলেঃ
বিজ্ঞাপন প্রকাশের পর যদি পরবর্তীতে উক্ত বিজ্ঞাপনের পরিবর্তন বা সংশোধন করা হয়, তাহলে পূর্ববর্তী বিজ্ঞাপন যে যে সংবাদপত্রে ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল উক্ত পরিবর্তন বা সংশোধন সেই একই সংবাদপত্রে ও ওয়েবসাইটে পুনঃপ্রকাশের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ হইতে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়ঃ
Works & Goods
অভ্যন্তরীণ ক্রয়ে
উন্মুক্ত দরপত্র পদ্ধতিঃ ধারা-৬১(৪)
২ কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ১৪ দিন
২ কোটি টাকার উর্দ্ধে এবং ৫ কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২১ দিন
৫ কোটি টাকার উর্দ্ধে ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২৮ দিন
বিপর্যয়কর কোন ঘটনা মোকাবিলার জন্য জরুরী ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ১০ দিন;
পূনঃদরপত্র আহবানের সময়
অনুর্দ্ধ ২ কোটি টাকা ক্রয়ের ক্ষেত্রে ১০ দিন
বিপর্যয় ঘটনার ক্ষেত্রে ৭ দিন
অন্যান্য ক্ষেত্রে ১৪ দিন।
সীমিত দরপত্র পদ্ধতিঃ ধারা-৬৪(৫)
ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিন;
পুনঃদরপত্র আহ্বানের ক্ষেত্রে ৭ দিন;
জাতীয় দুর্যোগের ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদন সাপেক্ষে ৭ দিনের কম সময়।
আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রেঃ ধারা ৮৩(১)(ক)
উন্মুক্ত দরপত্র পদ্ধতির ক্ষেত্রে, ৪২ (বিয়াল্লিশ দিন;
পুনঃদরপত্র আহ্বানের ক্ষেত্রে, ২৮ দিন;
দুই পর্যায় বিশিষ্ট দরপত্র পদ্ধতির ক্ষেত্রে, প্রথম পর্যায়ের জন্য ৪২ এবং দ্বিতীয় পর্যায়ের জন্য ২১ দিন
প্রাক-যোগ্যতা ধারা- ৯১ (৪): কমপক্ষে ২১ দিন।
Service
আগ্রহ ব্যক্তকরণ পত্র প্রণয়ন ও দাখিলের সময়: ধারা- ১১৩ (২)
অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ১৪ দিন;
আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ২১ দিন।
প্রস্তাব প্রণয়ন এবং দাখিলের সময়: ধারা- ১১৭ (১৯)
অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২৮ দিন;
আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৪২ দিন।
আরো দেখুনঃ
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ