Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

AMAZON এর ক্রয় প্রক্রিয়ায় বিপ্লব

Facebook
Twitter
LinkedIn

আমাজন (Amazon) তাদের ক্রয় প্রক্রিয়ায় একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আমাজন শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে তার ইলেকট্রিক ভেহিকল (electric heavy goods vehicles – eHGVs) ফ্লিট সম্প্রসারণ করছে। কোম্পানির জলবায়ু অঙ্গীকার (Climate Pledge)-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য ২০৪০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জন। এর মাধ্যমে তারা সরবরাহ শিল্পে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এ বিষয়ে ১টি বিদেশি ম্যাগাজিনের নিবন্ধে সম্প্রতি এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে।

আমাজন হল একটি বৈশ্বিক প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট, যা ১৯৯৪ সালে জেফ বেজোস প্রতিষ্ঠা করেন। শুরুতে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম, ক্লাউড কম্পিউটিং পরিষেবা, ডিজিটাল স্ট্রিমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট ডিভাইস সহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। এই কম্পানি বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি গ্রাহককে সেবা দেয় এবং বিশ্বব্যাপী ১৫ লক্ষের বেশি কর্মী নিয়োজিত।

নিচে আমাজন কর্তৃপক্ষের নেয়া  ক্রয় প্রক্রিয়া এবং সাপ্লাই-চেইন সংক্রান্ত যুগান্তকারী উদ্যোগের মূল কার্যক্রমগুলো তুলে ধরা হলো:

আরও দেখুনঃ “অডিট আপত্তি” নিয়ে কেস স্টাডি


বৈদ্যুতিক গাড়ির বহর সম্প্রসারণের রেকর্ড:

আগামী ১৮ মাসে আমাজন তাদের ডেলিভারি নেটওয়ার্কে ১৪০টির বেশি বৈদ্যুতিক গাড়ি যুক্ত করবে, যার মধ্যে প্রায় ১২০টি মার্সিডিজ-বেঞ্জ ইঅ্যাক্টрос ৬০০ ট্রাক এবং আটটি ভলভো এফএম ব্যাটারি ইলেকট্রিক ট্রাক রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমাজন বছরে ৩০ কোটি প্যাকেজ পরিবহন করতে পারবে, তাও আবার কোনো প্রকার নিঃসরণ ছাড়াই।


চার্জিং অবকাঠামোতে বিনিয়োগ:

বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য আমাজন চার্জিং অবকাঠামোতে বিনিয়োগ করছে। তারা যুক্তরাজ্যের প্রধান সাইটগুলোতে ৩৬০ কিলোওয়াটের চার্জিং পয়েন্ট স্থাপন করবে, যা ৪০ টনের ট্রাককে ২০% থেকে ৮০% চার্জ করতে এক ঘণ্টার একটু বেশি সময় নেবে। দ্রুত চার্জিং প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মদক্ষতা বজায় রাখা এবং নিঃসরণ কমানো সম্ভব হবে।


পরিবহনে বৈচিত্র্য:

আমাজন তাদের ক্রয় কৌশলকে প্রসারিত করে রেল ডেলিভারি অন্তর্ভুক্ত করেছে, যেখানে তারা যুক্তরাজ্যের বৈদ্যুতিক ওয়েস্ট কোস্ট মেইন লাইন ব্যবহার করছে। এই উদ্যোগের মাধ্যমে শুধু ২০২৫ সালেই ২ কোটির বেশি পণ্য রেলপথে পরিবহণ করা যাবে। রেল পরিবহন ব্যবহারের মাধ্যমে আমাজন সড়কপথে যানজট কমাতে এবং দীর্ঘ দূরত্বের ট্রাক ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ কমাতে পারবে।


Amazon on-foot deliveries:

আমাজন সেন্ট্রাল লন্ডনে পায়ে হেঁটে ডেলিভারি এবং যুক্তরাজ্যের প্রধান শহরগুলোতে বৈদ্যুতিক কার্গো বাইকের ব্যবহার চালু করেছে। ২০২২ সাল থেকে আমাজন ইউকেতে ১৫০ মিলিয়নের বেশি ডেলিভারি বৈদ্যুতিক ভ্যান ও কার্গো বাইকের মাধ্যমে করেছে, যা শেষ মুহূর্তের ডেলিভারিতে নিঃসরণ কমানোর একটি বড় উদাহরণ।


সরকারের সহায়তা ও শিল্পের প্রভাব:

যুক্তরাজ্য সরকার আমাজনের ক্রয় প্রচেষ্টাকে জিরো এমিশন এইচজিভি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেমোনস্ট্রেটর প্রোগ্রামের (ZEHID) মাধ্যমে সহায়তা করছে। Future of Roads Minister লিলিয়ান গ্রিনউড বলেন, “আমাদের রাস্তাগুলোকে দূষণমুক্ত করতে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমাজন সরকারের $২৫২ মিলিয়ন ডলারের ‘জিরো এমিশন এইচজিভি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেমোনস্ট্রেটর’ প্রকল্পের মাধ্যমে electric trucks এর সবচেয়ে বড় অর্ডার দিয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে”।


টেকসই ক্রয়ের একটি সামগ্রিক পদ্ধতি:

আমাজনের তৃতীয় স্তরের নিঃসরণ কমানোর (reducing Scope 3 emissions) বহুমুখী পদ্ধতি তাদের ক্রয় এবং সরবরাহ নেটওয়ার্ক এর উদ্ভাবনী কৌশল নির্দেশ করে। আমাজন logistics এর EU VP Nicola Fyfe বলেন, “২০৪০ সালের মধ্যে আমাদের operations জুড়ে নেট-জিরো কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে আমাদের পরিবহন নেটওয়ার্ককে decarbonize করা জরুরি।”

বিভিন্ন নিঃসরণবিহীন পরিবহন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাজন শুধু তাদের নিজেদের টেকসই লক্ষ্য অর্জন করছে না, সেই সাথে যুক্তরাজ্যের পরিবহন খাতকে আরও পরিবেশবান্ধব করতে অবদান রাখছে।

এই ক্রয় কৌশল প্রমাণ করে যে বড় আকারের টেকসই উদ্যোগ পরিবেশগতভাবে উপকারী হওয়ার পাশাপাশি operational দিক থেকেও কার্যকর হতে পারে, যা অন্যান্য ব্যবসার জন্য একটি শক্তিশালী উদাহরণ তৈরি করে।


পরিশেষ:

প্রকাশিত নিবন্ধে আমাজনের পরিবেশ-বান্ধব সরবরাহ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আমাজন ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়েছে। তারা ১৪০টির বেশি বৈদ্যুতিক পণ্যবাহী গাড়ি যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এবং ভলভোর ট্রাক। এছাড়া, আমাজন রেলপথে পণ্য পরিবহন এবং পায়ে হেঁটে ডেলিভারির মতো উদ্ভাবনী পদ্ধতিও চালু করেছে। এই উদ্যোগগুলো সরকারের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং অন্য কোম্পানিগুলোকেও উৎসাহিত করছে।

বৈশ্বিক পরিবহন খাতে ইলেকট্রিফিকেশন ও টেকসই উন্নয়নের প্রবণতার সাথে সামঞ্জস্য রেখে আমাজনের এই উদ্যোগ শুধু পরিবেশগত প্রভাবই কমায়নি, বরং লজিস্টিকস খাতে উদ্ভাবনকেও ত্বরান্বিত করেছে। জলবায়ু সংকট মোকাবিলায় কোম্পানিটির এই প্রচেষ্টা উদ্যোগতাগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

Tender Mngt (off-line)

দরপত্র বৈধতার মেয়াদ বা Tender Validity Period এর শুরু এবং শেষ কখন ?

দরপত্র বৈধতার মেয়াদ (Tender Validity Period) অত্যন্ত গূরুত্বপূর্ণ। এটা দরপত্র দলিলের এক অপরিহার্য অংশ। এ বিষয়ে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুণঃ

Read More »
সমসাময়িক

বৃহৎ আকারের সরকারি প্রকল্প ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ

বিশ্বজুড়ে দেশে দেশে সব সরকারই অবকাঠামো উন্নয়ন, জনসেবা প্রদান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহৎ আকারের প্রকল্প গ্রহণ করে থাকে। এই

Read More »
সমস্যা/কেস স্টাডি

আমার প্রতিষ্ঠান বর্তমানে কালো তালিকা ভূক্ত। এখন, e-GP তে ID টি চেঞ্জ করে নিলে আবার কাজ করা যাবে কি না ?

কালো তালিকা ভূক্ত বা ডিবার হলে তখন ই-জিপিতে কাজ করা যায় না। এখন, আমি যদি e-GP তে ব্যবহৃত আমার ইমেইল

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-08

Scroll to Top