প্রয়োজনের তাগিদে, বিভিন্ন ছোটখাটো ভূলভ্রান্তির সংশোধনে এবং সরকারি ক্রয় বিধিকে আরও ক্রয় বান্ধব করার জন্য ক্রয় আইন ও বিধিতে বিভিন্ন সময় সংশোধনী আনা হয়েছিল। সে হিসেবে গত ১০ জুন, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট আইন-০৬ (৫ম বারের মতো) এবং গত ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এ (৬ষ্ঠ বারের মতো) সর্বশেষ সংশোধনী জারি হয়েছিল।
এখন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ তে-ই সরকারি ক্রয় আইন ২০০৮ এবং বিধি ২০০৬ তে পরবর্তী সংশোধনী আসন্ন। এই আশংকার প্রেক্ষাপট কি ?
বিস্তারিত জানতে লগইন করুন।