বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP)
বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) বিষয়ে পিপিআর-০৮ এর বিধি ১৬ তে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- ক্রয় পরিকল্পনা প্রণয়ন সকল ক্রয়কারীর জন্য বাধ্যতামূলক,
- উন্নয়ন প্রকল্প বা কর্মসূচী এবং রাজস্ব বাজেটের জন্য আলাদাভাবে ক্রয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে,
- ক্রয়কারী উন্নয়ন প্রকল্প বা কর্মসূচীর অধীন ক্রয়ের ক্ষেত্রে, তফসিল-৫ এর অংশ-ক অনুসারে, প্রকল্পের পূর্ণ মেয়াদকালের জন্য সার্বিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে এবং উহা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) বা কারিগরী সহায়তা প্রকল্প (TPP) এর সঙ্গে সংযুক্ত করতে হবে।
বার্ষিক ক্রয় পরিকল্পনা সংশ্লিষ্ট দরপত্রদাতাদের জন্য অনেক গূরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা ক্রয় কার্য শুরু হবার পূর্বেই তাদের আগাম প্রস্তুতি নিতে পারে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan বা APP) কি ?
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬
PPA-০৬ এর ১ নং আইন এ উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী “ক্রয়” অর্থ কোন চুক্তির অধীন পণ্য সংগ্রহ বা ভাড়া করা বা সংগ্রহ ও ভাড়ার মাধ্যমে পণ্য আহরণ এবং কার্য বা সেবা সম্পাদন।
১১ নং আইন এ ক্রয় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে ।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮
PPR-০৮ এর বিধি ১৫-১৭ তে ক্রয় পরিকল্পনা, ক্রয় পদ্ধতি এবং ক্রয় পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
কে পরিকল্পনা গ্রহন করবেন ?
PPR-০৮ এর বিধি ১৬(১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা প্রণয়ন সকল ক্রয়কারীর জন্য বাধ্যতামূলক ।
কখন পরিকল্পনা গ্রহন করবেন ?
PPR-০৮ এর বিধি ১৬(৫) এবং ১৬(৬) অনুযায়ী প্রত্যেক অর্থ বৎসরের শুরুতে ক্রয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
PPR-০৮ এর বিধি ১৬(১০) অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে তা হালনাগাদ করা যাবে।
কে পরিকল্পনা অনুমোদন করবেন ?
PPA-০৬ এর আইন নং ১১(৩) এবং PPR-০৮ এর বিধি ১৬(৭) অনুযায়ী বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ এর ক্ষেত্রে-ও বিধি ১৬(৮) অনুযায়ী ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
ক্রয় পরিকল্পনা প্রকাশ করা
PPR-০৮ এর বিধি ১৬(১১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা অন-লাইন (on-line) মাধ্যমে বা অন-লাইন এ সম্ভব না হইলে অফ-লাইন (off-line) মাধ্যমে সিপিটিইউ’র ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করিতে হইবে এবং বিধি ১৬(৯) অনুযায়ী অনুমোদিত সামগ্রিক ক্রয় পরিকল্পনা ও হালনাগাদকৃত বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারীর নোটিশ বোর্ডে ও প্রযোজ্য ক্ষেত্রে, ক্রয়কারীর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা সংস্থার ওয়েবসাইটে, বুলেটিন বা রিপোর্টে প্রকাশের ব্যবস্থা করিবে।
ই-জিপিতে APP প্রস্তুতি
বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুণ।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর