Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা

সরকারি ক্রয় নিরীক্ষা (Public Procurement Audit) হলো সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ।
প্রকিউরমেন্ট অডিট একটি পদ্ধতিগত যাচাই বাছাই প্রক্রিয়া যা ক্রয়কারি কর্তৃক পণ্য, কাজ এবং পরিষেবার ক্রয় কতটা দক্ষ, কার্যকর এবং আইনসম্মত হয়েছে বা হচ্ছে তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।
অডিট কাজে নিয়োজিত অডিটরদের নিরীক্ষা প্রক্রিয়ার তদারকিতে এবং স্বাধীন ভাবে কাজ করার মধ্যে বস্তুনিষ্ঠতা থাকতে হবে। বস্তুনিষ্ঠতা এমন একটি অবস্থা যা স্বার্থের দ্বন্দ্বমুক্ত। স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা নিবিড়ভাবে সম্পর্কিত এবং একের অনুপস্থিতি অন্যকে প্রভাবিত করে। কাজেই সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) কাজে যে সব অডিটরগন নিয়োজিত থাকবেন তাদের স্বার্থের সংঘাত বা Conflicts of Interest নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
আরও দেখুনঃ প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
নিরীক্ষার কাজে দুই ধরনের Conflicts of Interest এর বিষয় আসতে পারে –
(১) অডিটরদের Conflicts of Interest: অডিটরগন নিজেরাই দায়বদ্ধ।
(২) ক্রয় কার্যক্রম ও চুক্তিতে Conflicts of Interest: ক্রয়কারি, মূল্যায়ন কমিটি, ঠিকাদার, ইত্যাদি বিভিন্ন পক্ষ।
আরও বিস্তারিত জানতে লগইন করুনঃ
আরও দেখুনঃ ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?

এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.