বাংলাদেশ গভর্ণমেন্ট টেন্ডারারস ফোরাম (BGTF) গঠিত

গতকাল ২৭ অক্টোবর ২০১৯ তারিখে সিপিটিইউ এর মহাপরিচালক মোঃ আলী নূর মহোদয়ের সভাপতিত্ত্বে ঢাকার সড়ক ভবনে বাংলাদেশ গভর্ণমেন্ট টেন্ডারারস ফোরাম (Bangladesh Government-Tenderers Forum: BGTF) এর কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্ব সন্মতিক্রমে এলজিইডির নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট) জনাব আব্দুস সাত্তার কে উক্ত কমিটির আহবায়ক হিসাবে নির্বাচিত করা হয়।
ক্রয়-চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন ও চুক্তির শর্তাবলীর আওতায় সরকারি ক্রয়কারী ও টেন্ডারারদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মুখোমুখি ও সরাসরি আলোচনার জন্য একটি দ্বি-পক্ষীয় প্লাটফরম হল এই ফোরাম। ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় গঠিত সরকারী-দরপত্রদাতা ফোরাম (GTF) গঠিত হয়েছে। এখন, এই BGTF সকল GTF এর পক্ষে মুখপাত্র ও সমন্বয়ক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি ক্রয়ের ক্ষেত্রে বড় অংশীদারদের মতামত নেওয়া সহজ হবে বলে ধারনা করা যাচ্ছে।

ডিজি সিপিটিইউ জানিয়েছে, সরকারী তহবিল দিয়ে সরকারী ক্রয় পরিচালিত হয়। এই জাতীয় তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করা দরকার। GTF গুলি কার্যকর ও টেকসই করা গেলে ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের মধ্যে ব্যবধান হ্রাস করা সম্ভব।
ই-জিপি বাস্তবায়নে সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃত এবং অনেক দেশই বাংলাদেশের মডেল অনুসরণ করছে। GTF কে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারলে অন্যান্য দেশ তা অনুসরণ করতে পারে। এ জন্য GTF কে তথা BGTF প্রাতিষ্ঠানিককরণ করা দরকার।
আলোচনা পর্বে ফোরামের সদস্যবৃন্দরা বর্তমানে পাবলিক প্রকিউরমেন্টের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা এগুলোর আশু সমাধানের জন্য উদ্যোগ নেয়ার আহবান জানান।
উক্ত ফোরামের আলোচনায় ডিজি সিপিটিইউ, BGTF এর সভাপতি, বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ উপস্থিত অন্যান্যরা উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। যারা কর্মশালায় বক্তৃতা করেছিলেন তারা ফোরামটির প্রশংসা করেছেন এবং BGTF গঠনের পক্ষে সমর্থন দিয়েছেন।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.