Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাংলাদেশ গভর্ণমেন্ট টেন্ডারারস ফোরাম (BGTF) গঠিত

Facebook
Twitter
LinkedIn

গতকাল ২৭ অক্টোবর ২০১৯ তারিখে সিপিটিইউ এর মহাপরিচালক মোঃ আলী নূর মহোদয়ের সভাপতিত্ত্বে ঢাকার সড়ক ভবনে বাংলাদেশ গভর্ণমেন্ট টেন্ডারারস ফোরাম (Bangladesh Government-Tenderers Forum: BGTF) এর কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্ব সন্মতিক্রমে এলজিইডির নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট) জনাব আব্দুস সাত্তার কে উক্ত কমিটির আহবায়ক হিসাবে নির্বাচিত করা হয়।

ক্রয়-চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন ও চুক্তির শর্তাবলীর আওতায় সরকারি ক্রয়কারী ও টেন্ডারারদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মুখোমুখি ও সরাসরি আলোচনার জন্য একটি দ্বি-পক্ষীয় প্লাটফরম হল এই ফোরাম। ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় গঠিত সরকারী-দরপত্রদাতা ফোরাম (GTF) গঠিত হয়েছে। এখন, এই BGTF সকল GTF এর পক্ষে মুখপাত্র ও সমন্বয়ক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি ক্রয়ের ক্ষেত্রে বড় অংশীদারদের মতামত নেওয়া সহজ হবে বলে ধারনা করা যাচ্ছে।

BGTF Meeting

ডিজি সিপিটিইউ জানিয়েছে, সরকারী তহবিল দিয়ে সরকারী ক্রয় পরিচালিত হয়। এই জাতীয় তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করা দরকার। GTF গুলি কার্যকর ও টেকসই করা গেলে ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের মধ্যে ব্যবধান হ্রাস করা সম্ভব।

ই-জিপি বাস্তবায়নে সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃত এবং অনেক দেশই বাংলাদেশের মডেল অনুসরণ করছে। GTF কে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারলে অন্যান্য দেশ তা অনুসরণ করতে পারে। এ জন্য GTF কে তথা BGTF প্রাতিষ্ঠানিককরণ করা দরকার।

আলোচনা পর্বে ফোরামের সদস্যবৃন্দরা বর্তমানে পাবলিক প্রকিউরমেন্টের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা এগুলোর আশু সমাধানের জন্য উদ্যোগ নেয়ার আহবান জানান।

উক্ত ফোরামের আলোচনায় ডিজি সিপিটিইউ, BGTF এর সভাপতি, বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ উপস্থিত অন্যান্যরা উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। যারা কর্মশালায় বক্তৃতা করেছিলেন তারা ফোরামটির প্রশংসা করেছেন এবং BGTF গঠনের পক্ষে সমর্থন দিয়েছেন।

ঠিকাদার বা কম্পানি হিসেবে অনলাইনে দরপত্র জমা দেয়ার জন্য ই-জিপিতে রেজিষ্ট্রেশন থাকতে হয়। দ্রুততম সময়ে ই-জিপিতে রেজিষ্ট্রেশন করার জন্য ক্লিক করুণ।

শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সংবাদপত্রের পাতা থেকে

সরকারি কেনাকাটায় ১০% মার্জিন বাতিলের উদ্যোগ

কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগীতা বাড়ানো, নতুন দরদাতাদের জন্য সুযোগ তৈরি করা ছাড়াও বিশ্বব্য‍াংকের চলমান বাজেট সহায়তা প্রাপ্তির শর্ত

Read More »
সূ-চর্চা

গেম থিওরির আদর্শ মডেল ও বিভিন্ন ধরণের গেমঃ প্রকিউরমেন্টের সাথে যার আছে নিবিড় সম্পর্ক

গেম থিওরিকে বাংলায় বলা যায় ক্রীড়াতত্ত্ব। গেম থিওরি কোথায় ব্যবহৃত হয় ? আসলে প্রশ্ন হবে কোথায় ব্যবহার হয় না। গেম

Read More »
ক্রয়কারি ফোরাম

পাবলিক প্রকিউরমেন্টে গেম থিউরি’র ভূমিকা ও প্রয়োগ

গেম থিওরি (Game Theory) কে বাংলায় বলা যায় ক্রীড়াতত্ত্ব। গেম থিওরি নিয়ে সহজ বাংলায় বিস্তারিত জানতে ক্লিক করুন। এই গেম

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-08

Scroll to Top