সমস্যাঃ ই-জিপিতে আমার ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠান (Proprietorship) হিসেবে নিবন্ধিত আছে। কিন্তু বর্তমানে ব্যবসায়িক কারনে যথাযথ নিয়ম মেনেই আমার প্রতিষ্ঠানের ধরণ পরিবর্তন হয়ে এক ব্যক্তির কোম্পানি (ওপিসি-OPC) তে রুপান্তর করা সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, একটি দরপত্রের মূল্যায়নে আমাকে বাদ দেয়ার কথা বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছি। উল্লেখ্য, ই-জিপিতে দাখিলকৃত আমার ট্রেড লাইসেন্স ছিল “ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠান” হিসেবে। কিন্তু বর্তমানে আমার প্রতিষ্ঠানের ধরন হচ্ছে “এক ব্যক্তির কোম্পানি” এবং দুটি সার্টিফিকেটই আমি দরপত্র জমা দেয়ার সময় দাখিল করেছিলাম। এমতাবস্থায়, দরপত্র মূল্যায়ন কমিটির মূল্যায়নে আমাকে বাদ দেয়া সঠিক আছে কি না ?
উপরোক্ত বিষয়ে বিস্তারিত জানতে লগইন করুনঃ
6 thoughts on “ই-জিপিতে ১টি প্রতিষ্ঠান ব্যাক্তি মালিকানাধীন (Proprietorship) হিসেবে নিবন্ধিত আছে। কিন্তু বর্তমানে ব্যবসায়িক কারনে প্রতিষ্ঠানের ধরন পরিবর্তন হয়ে গেছে। এখন, করণীয় কি ?”