সমস্যাঃ আমার ১টি আন্তর্জাতিক ক্রয়ের দরপত্রে মূল্যায়নের সময় দেখা যায় ১টি বিদেশি দরপত্রদাতা তাদের দরপত্রের সাথে যে দরপত্র জামানত (Tender Security) জমা দিয়েছে তা আসলে জমা দিয়েছে তাদের নিয়োগকৃত লোকাল এজেন্ট (Local Agent)। এই লোকাল এজেন্ট মূল বিদেশি ফার্মের পক্ষে নিজেই Tender Security জমা দিয়েছে। এখন মূল্যায়নে এই বিদেশি দরপত্রদাতার দরপত্র গ্রহনযোগ্য হবে কি না ?
উপরোক্ত বিষয়ে বিস্তারিত জানতে লগইন করুনঃ