CIPS প্রোগ্রামঃ প্রকিউরমেন্টে পেশাদারিত্ব অর্জনের জন্য গুরুত্বপূর্ণ
চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (CIPS: the Chartered Institute of Procurement and Supply) UK ভিত্তিক বিশ্বব্যাপী কেনাকাটা এবং সরবরাহ ব্যবস্থাপনার জন্য একাধারে একটি সর্ববৃহৎ, অলাভজনক এবং পেশাদার প্রতিষ্ঠান। CIPS বিশ্বব্যাপী কেনাকাটা এবং সরবরাহ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন গ্লোবাল স্ট্যান্ডার্ড নির্ধারন করে ব্যবসা বানিজ্যের প্রসারে ভূমিকা রাখছে।
CIPS এর সদস্য সংখ্যা (community) সারা বিশ্বে প্রায় ২ লক্ষ্যেরও বেশি এবং পৃথিবীর প্রায় ১৫০ টির বেশি দেশে এর সদস্য রয়েছে। এছাড়াও, যুক্তরাজ্যে এর প্রায় ১০০ টি গবেষণা ও নেটওয়ার্ক সেন্টার রয়েছে।
একটি নির্দিষ্ট সময়ের জন্য কেউ CIPS এর পূর্ণ সদস্য হলে তাকে বলা হয় MCIPS । এটা Procurement professional দের কাছে অত্যন্ত সম্মানজনক। বিভিন্ন ভাবে এই সদস্যপদ লাভ করা যায়। যেমনঃ
-
-
- Studying for CIPS professional qualifications
- An accredited degree
- The CIPS Management Entry Route (MER) for senior professionals
- The CIPS Corporate Award applied learning programme for individuals or groups of professionals
-
বাংলাদেশে BRAC University’র BIGD (BRAC Institute of Governance and Development) তে নির্ধারিত কোর্স সম্পন্ন করার পর আবেদনের মাধ্যমে এই সদস্যপদ লাভ করা যায়। কোর্স করা এবং online এ পরীক্ষা দেয়ার ব্যবস্থা আছে!
CIPS হতে পাঁচটি Grade এ মেম্বারশীপ দেয়া হয়ঃ
-
- Student: The entry level for procurement and supply professionals in the early stages of their development, or those looking to join the profession.
- MCIPS: As a full member, you will have achieved an internationally recognized award representing the global standard for a procurement professional.
- FCIPS: The highest grade of CIPS membership – an accolade that recognizes your outstanding level of achievement, knowledge and experience in procurement.
- Affiliate: Ideal for anyone not seeking professional qualifications but with a strong interest in procurement and supply.
- Chartered Professional: MCIPS/FCIPS members can step up to evidence a commitment to their professional career and ethical procurement and supply practices.
BIGD এর স্টাডি সেন্টার থেকে বর্তমানে CIPS এর Diploma, Advance Diploma এবং Professional Diploma এর ডিগ্রী দেয়ার ব্যবস্থা আছে। “Purchasing and supply” এর উপর Diploma ডিগ্রী অর্জনের জন্য লেভেল ৪, Advance Diploma এর জন্য লেভেল ৫ এবং Professional Diploma এর জন্য লেভেল ৬ সমাপ্ত করতে হয়।
৬টি লেভেল সমাপ্ত করার পর একজন শিক্ষার্থী MCIPS মেম্বারশীপের জন্য আবেদন করতে পারবে। MCIPS এর রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি, ইত্যাদির জন্য প্রায় ২.৫ থেকে ৩.০০ লক্ষ টাকা লাগে। আবার, ২৪টি কোর্সে প্রায় টিউশন ফি বাবদ আরও প্রায় অতিরিক্ত ৪.৫ লক্ষ টাকা লাগবে। তবে, কেউ চাইলে নিজে নিজে পড়েও MCIPS অর্জন করতে পারবে। সেক্ষেত্রে আর টিউশন ফি’র প্রয়োজন হবে না।
এ পর্যন্ত BIGD এর মাধ্যমে বাংলাদেশে প্রায় ২৮০ শিক্ষার্থী MCIPS সদস্যপদ অর্জন করেছেন। তবে এই MCIPS সদস্যপদ আবার সময়ে সময়ে renew করতে হয়।
BIGD এর আওতায় প্রকিউরমেন্টের উপর ‘Procurement and Supply Management’ বিষয়ে মাষ্টার্স করারও ব্যবস্থা আছে। মাষ্টার্স প্রোগ্রামের আওতায় প্রতি ব্যাচে সাধারনত ২৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। মাষ্টার্স করতে প্রায় ২.৫ থেকে ৩.০০ লক্ষ টাকা লেগে যাবে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ