পাবলিক প্রকিউরমেন্ট আইন/বিধি অনুযায়ি কোন দরপত্র মূল্যায়ন শেষ হলে তারপর তা যথাযত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হয়। এরপর সর্বনিম্ন দরদাতা বরাবর NOA (Notification of Award – চুক্তি সম্পাদনের নোটিশ) ইস্যু করা হয়। সাধারণ প্রক্রিয়া হিসেবে দরদাতা তা গ্রহন (accept) করেন এবং Performance Security জমা দেন। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
এখন প্রশ্ন হলো, NOA ইস্যু’র পর চুক্তি সম্পাদন না করে ক্রয়কারী তা বাতিল বা স্থগিত করতে পারে কি না ?
বিস্তারিত জানতে লগইন করুনঃ
আরও দেখুনঃ NOA ইস্যু’র পর ডিবার হলে কি করবেন ?
আরও দেখুনঃ NOA ইস্যু করার পর ঠিকাদার তা গ্রহন না করলে কি হবে ?