বিদ্যমান সিপিটিইউ (Central Procurement Technical Unit) বিলুপ্ত হচ্ছে এবং “Bangladesh Public Procurement Authoity (BPPA)” নামক প্রতিষ্ঠান এর জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে। এরফলে সিপিটিইউ এর সকল ক্ষমতা, কার্যাবলী, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ই-জিপি সিস্টেম, ইত্যাদি বিপিপিএ এর নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হবে। এমনকি সিপিটিইউ এর বর্তমান সকল কর্মচারীও বিপিপিএ এর কর্মচারী হিসেবে বিবেচিত হবে।
এ লক্ষ্যে প্রস্তাবিত “Bangladesh Public Procurement Authority (BPPA)” এর খসড়া আইন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আগামী ২৫ অক্টোবর ২০১৮ ইং তারিখের মধ্যে আগ্রহীদের মতামত দেয়ার সুযোগ রয়েছে।
- খসড়া প্রস্তাবিত “Bangladesh Public Procurement Authority (BPPA)” আইনটি দেখতে ক্লিক করুন।
- খসড়া আইনের উপর আপনার মতামত দেয়ার জন্য ক্লিক করুন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত ২৮ জুলাই ২০১৭ অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বোর্ড সভায় সরকারি কেনাকাটায় বিশ্বব্যাংকের সহায়তা পুষ্ট ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট নামে প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে সরকারি কেনাকাটা পদ্ধতির উন্নয়ন এবং তদারকি ব্যবস্থা আরও জোরদার করা। এ প্রকল্পের মাধ্যমে সরকারের চলমান ই-জিপি কার্যক্রমকেও সম্প্রসারিত করা হবে। এতে সরকারি ক্রয় কার্যক্রমের উন্নয়নের পাশাপাশি উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে। ৫ বছর ব্যাপী (July 2017 to June 2022) প্রকল্পটির মাধ্যমে মোট ৪টি components বাস্তবায়িত হবেঃ
Components 1: Restructuring CPTU and Institutionalizing e-GP,
Components 2: Enhancing Digitization of Public Procurement,
Components 3: Professionalization of Procurement and Citizen Engagement (CE), and
Components 4: Digitizing Project Implementation Monitoring.
Components 1 এর আওতায় সিপিটিইউ কে রূপান্তর করে পাবলিক অথোরিটি করা হবে। এর জন্য এই খসড়া আইন প্রকাশ করা হয়েছে। Bangladesh Public Procurement Authority (BPPA) এর মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ ও তত্ত্বাবধানের বিধান থাকবে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর অধীনে স্থাপিত সিপিটিইউ এর সকল ক্ষমতা, কার্যাবলি, দায়িত্ব ও সম্পদ উক্ত অথরিটির উপর ন্যস্ত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এর উপর অধিকতর ক্ষমতাও প্রদান করা হয়েছে।