বর্তমানে ‘উবার’, ‘পাঠাও’ শব্দটা কম বেশি সবার কাছেই বেশ পরিচিত। যখন তখন যেখানে সেখানে আরামে এবং জলদি যাওয়ার জন্য ছাড়াও ট্যাক্সি বা ক্যাব বুকিংয়ের তুলনায় কম খরচ পড়ায় উবার, পাঠাও সকলের কাছেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু কীভাবে কাজ করে এই রাইড শেয়ার কম্পানিগুলো ? ড্রাইভার এবং কোম্পানির মালিকেরা কীভাবে অর্থ উপার্জন করে ? রাইড শেয়ার কম্পানির চালকেরা কি তাদের কর্মী, ঠিকাদার না কি ফ্রিল্যান্সার !!!
এসকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই লেখাটি।