পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ১৬ এর উপ-বিধি (৫ক) অনুযায়ি ক্রয়কারী দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ সম্বলিত দলিল চূড়ান্তকরণের পূর্বে বা দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে ৩ (তিন) জন সদস্য সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (official cost estimate) প্রস্তুত করবে।
বিধি ১৬ এর উপ-বিধি (৫খ) অনুযায়ি প্রস্তুতকৃত দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদনকারী (বা প্রয়োজ্য) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনপূর্বক (সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ কার্য ক্রয়ের ক্ষেত্র ব্যতীত) দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় সীলগালা করে রাখবে, যা দরপত্র উন্মুক্তকরণ কমিটির নিকট দরপত্র খোলার প্রাক্কালে হস্তান্তর করবে।
দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদনের পর-ও বিভিন্ন কারনে সংশোধন করা প্রয়োজন হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সাবস্ক্রাইব করুনঃ