সাধারন আলোচনা
পিপিআর-০৮ এর বিধি ৬৪ অনুযায়ি ক্রয়কারী বিধি ৬৩ তে উল্লেখিত পরিস্থিতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা, এবং কার্য ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি (LTM) প্রয়োগ করে ক্রয়কার্য সম্পন্ন করতে পারবে।
এখন, দুই ধরনের পরিস্থিতি উদ্ভব হতে পারেঃ
১। মূল্যসীমা প্রযোজ্য নয়
২। মূল্যসীমা প্রযোজ্য
LTM এর ক্ষেত্রে ক্রয়কারীকে তালিকাভুক্ত সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষন করতে হবে।
আমরা ই-জিপিতে LTM পদ্ধতি আলোচনার জন্য শুধুমাত্র ২নং পরিস্থিতির ক্ষেত্রে তালিকাভুক্ত ঠিকাদারদের মাধ্যমে কিভাবে দরপত্র আহবান করা হয় তা-ই দেখবো।
LTM পদ্ধতির সাধারন ধাপগুলো হলঃ
১। APP প্রস্তুতি (বিস্তারিত জানতে ক্লিক করুণ),
২। দরপত্র দলিল প্রস্তুতি ও প্রকাশ (বিস্তারিত জানতে ক্লিক করুণ),
৩। দরপত্র দাখিল (বিস্তারিত জানতে ক্লিক করুণ),
এছাড়াও, LTM পদ্ধতির খূঁটি-নাটি সাধারন বিষয়গুলো জানতে ক্লিক করুণ।
ই-জিপির এলটিএম টেন্ডারে লটারি রেজাল্ট দেখতে ক্লিক করুন।