টেন্ডারে দরপত্র জামানত (Tender Security) এবং কার্যসম্পাদান জামানত (Performance Security) হিসেবে ব্যাংক গ্যারান্টি জমা দেয়া যায়। পিপিআর-০৮ অনুযায়ি অসদুদ্দেশ্যে দরপত্র দাখিল নিরুৎসাহিত করার উদ্দেশ্যে ক্রয়কারী দরপত্র দলিলে দরপত্র জামানত এবং কার্যসম্পাদান জামানত দাখিলের শর্ত আরোপ করিতে পারে।
টেন্ডারে দাখিলকৃত দরপত্র জামানত (Tender Security) এবং কার্যসম্পাদান জামানত (Performance Security) এর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। বিশেষ করে দরপত্র জামানত বা কার্যসম্পাদান জামানতে হিসেবে যদি ব্যাংক গ্যারান্টি জমা দেয়া হয় সেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টিতে উল্লেখিত মেয়াদ অনেক গূরুত্বপূর্ণ।
মেয়াদ থাকা অবস্থায় কোন কারনে এই ব্যাংক গ্যারান্টি আদায় করার প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে করা যায়। এখন সমস্যা হলো …… ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হলে তখন কি হবে ? এই Tender Security বা Performance Security এর মেয়াদ শেষ হলেই তা নগদায়ন বা ক্যাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্রয়কারির একাউন্টে নিয়ে আসা যাবে কি ?
বিস্তারিত জানতে লগ-ইন করুন।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
2 thoughts on “Performance Security’র মেয়াদ শেষ হলেই কি ক্যাশ করা যাবে ?”