সীমাবদ্ধতা
ই-জিপি সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা (limitation):
ইণ্টারনেট ব্রাউজার সংক্রান্তঃ
এখন পর্যন্ত শুধুমাত্র ২টি ব্রাউজারের কিছুসংখ্যক ভার্শন ই-জিপি পোর্টালটিকে সাপোর্ট করে –
- Internet Explorer (8.x, 9.x, 10.x) এবং
Mozila Firefox (3.6x, 13x, 14x, 29x)
ভাইরাস এবং ডকুমেন্টের শুদ্ধতাঃ
যদি কোন আপলোডকৃত ডকুমেন্ট বিকৃত হয় বা ভাইরাসযুক্ত হয় বা যে কোন কারণে পড়ার অযোগ্য হয়, তবে তা বিবেচনাযোগ্য হবে না। বাংলাদেশের প্রচলিত আইন মেনে ডকুমেন্টের শুদ্ধতা, পরিপূর্ণতা এবং সত্যতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবহারকারীর।
Java Runtime সফটওয়ার:
এটা শুধুমাত্র দরপত্রদাতাদের জন্য প্রযোজ্য। দরপত্রদাতাদের ই-জিপি পোর্টাল ব্যবহারের জন্য Java Runtime software কম্পিউটারে ইন্সটল থাকতে হবে। না হলে লগ-ইন করার পর সেশন আউট হতে পারে অথবা দরপত্র প্রস্তুতের সময় তথ্য এনক্রিপ্টশন/ডিক্রিপ্টশন করা যাবে না।
Java কিভাবে ইনস্টল করে সেটিং ঠিক করতে হয় তা জানতে নিচের video clip টি দেখুন:
প্রয়োজনীয় সফটওয়ার
সফটওয়ার ডাউনলোড করার জন্য ক্লিক করুণ। প্রয়োজনীয় সফটওয়ার সমূহঃ
- Internet Explorer (8.x, 9.x, 10.x) এবং
- Mozila Firefox (3.6x, 13x, 14x, 29x)
- Java Runtime (6 update 21) সফটওয়ারঃ শুধুমাত্র দরপত্রদাতাদের জন্য প্রযোজ্য
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর