e-GP সাইটে ভুতুরে কান্ড !!! দরপত্র মূল্যায়নের সময় ঠিকাদারদের অনেক ডকুমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না।
ইজিপিতে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দরপত্র মূল্যায়নের সময় ঠিকাদারদের দাখিলকৃত অনেক ডকুমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে একই ঠিকাদারের এক বা একাধিক ডকুমেন্ট ডাউনলোড হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ঠিকাদারের প্রায় সব কয়েকটি ডকুমেন্ট-ই ডাউনলোড হচ্ছে না। পিডিএফ, JPG, PNG, ইত্যাদি প্রায় সব ধরনের ফাইলেই একই সমস্যা পাওয়া গিয়েছে।
ভিডিও দেখুনঃ
বিষয়টি মনে হচ্ছে এরকম যে, ডকুমেন্ট ম্যাপ করার পর, অন্য পিসি হতে ম্যাপকৃত ডকুমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না। বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে সমস্যাটা একই থাকছে। যেই পিসি থেকে ম্যাপ করা হয় সেই পিসি হতে শুধু ডাউনলোড হয়। গত প্রায় আট/নয় দিন যাবত এই সমস্যা চলছে।
এই সমস্যার কারণে ই-জিপি দরপত্র মূল্যায়নে এখন বিশৃংখল অবস্থা চলছে। বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি শুধুমাত্র ডকুমেন্ট ডাউনলোড না হবার কারনে সংশ্লিষ্ট দরপত্রদাতাকে মূল্যায়ন থেকে নন-রিসপনসিভ করে বাদ দিয়ে দিচ্ছেন।
একজন ঠিকাদার ৩টি টেন্ডারে লোয়েস্ট হওয়ার পরেও বাদ গিয়েছে মর্মে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য হচ্ছে অফিসের সাথে যোগাযোগ করা হলো অফিস তাকে জানিয়েছে যে তার নাকি ফাইল আপলোড ঠিক ভাবে হয় নাই বিধায় টেন্ডার থেকে বাদ দেওয়া হয়েছে।
এরকম হযবরল অবস্থায়, অনেক ঠিকাদার প্রতিষ্ঠান ক্রয়কারি (পিই অফিস) বা মূল্যায়ন কমিটির সাথে যোগাযোগ করে ফাইল পাঠাচ্ছেন। অনেক ক্ষেত্রে মূল্যায়ন কমিটি আবার ই-জিপি সিস্টেমে কোয়ারি (Query) দিয়ে সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো নতুনভাবে জমা নিচ্ছেন।
এ বিষয়টি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) হেল্প ডেস্ক হতে স্বীকার করে অতি দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। তার আগ পর্যন্ত তারা প্রতিটি টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার আইডি, ঠিকাদার প্রতিষ্ঠানের নাম এবং যে ফাইলটি ডাউনলোড হচ্ছে না তার ফাইল নেম (File Name) গুলো বিপিপিএ হেল্প ডেস্ক বরাবর ই-মেইল করার জন্য অনুরোধ জানিয়েছেন। এসব ক্ষেত্রে, বিপিপিএ হতে সাময়িক ভাবে কেস-বাই-কেস ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
তবে বিষয়টা অতীব জরুরী। ই-জিপি গাইড লাইন ২০১১ অনুযায়ি ডকুমেন্ট ডাউনলোড করা না গেলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের। এক্ষেত্রে দরপত্র মূল্যায়নে বাদ গেলে তাদের আর কিছুই করার নেই।
বিষয়টি নিরাপত্তা এবং গোপনীয়তা জনিত ঝুঁকির দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে দরপত্র মূল্যায়ন চলাকালীন মূল্যায়ন কমিটির সদস্য ছাড়া অন্য কারও দ্বারা ই-জিপি সিস্টেমে প্রবেশ করার বিষয়টি গোপনীয়তা লঙ্ঘনের নীতিমালার পরিপন্থী কিনা বিষয়টিও খতিয়ে দেখা উচিত।
এর আগেও e-GP সাইটে LIVE দরপত্র দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। সব দরপত্র তখন Archive এ চলে গিয়েছিল। যে দরপত্রটি একদিন পর উন্মুক্ত (Open) হবে সেই দরপত্রটিও দরপত্রদাতারা এখন খুঁজে পাচ্ছিলেন না। এ নিয়ে সারাবাংলাদেশে ঠিকাদারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। যদিও তা দ্রুতই সমাধান করা হয়েছিল তখন।
e-GP সাইটে মাঝে মাঝেই এরকম ভুতুরে কান্ড’র ফলে ব্যবহারকারিদের পক্ষে কাজ করা অনেক কঠিন হয়ে পরে। এতে আস্থার সংকট দেখা দিবে এবং সর্বপরি প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবার আশংকা করছেন অনেকেই।