PPR-08 এর বিধি ১২৭(৪)(গ) অনুযায়ি “দুর্নীতিমূলক” , “প্রতারণামূলক” , “চক্রান্তমূলক” বা “জবরদস্তিমূলক” কার্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত হলে “উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে তাহার এবং অন্য সকল ক্রয়কারীর ক্রয় কার্যক্রমে, উক্ত ক্রয় সরকারি তহবিল দ্বারা করা হইয়া থাকিলে, কোন নির্দিষ্ট মেয়াদ বা অনির্দিষ্ট মেয়াদের জন্য, অংশগ্রহণের অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবে”।
এখানে “নির্দিষ্ট মেয়াদ বা অনির্দিষ্ট মেয়াদ” কিসের ভিত্তিতে এবং কতটুকু নির্ধারিত হবে ?