কোটেশন বা Request for Quotation (RFQ) সরকারি ক্রয় কার্যে অনেক জনপ্রিয় একটি পদ্ধতি। এতে খুব দ্রুত ক্রয় কার্য সম্পন্ন করা যায় বলে এই পদ্ধতি ব্যবহারে সবাই স্বাচ্ছন্দ বোধ করে থাকেন। এই পদ্ধতি ব্যবহারে অনেক সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে।
কোটেশন (RFQ) পদ্ধতির দরপত্রে ১টি মাত্র দরপত্র দাখিল হলে তখন কিভাবে কি করবেন এই নিয়ে আজকের আলোচনা।