দরপত্র বা টেন্ডার আহবানের পর তা জমা দেয়ার জন্য নির্ধারিত সময় দেয়া থাকে। টেন্ডার বিজ্ঞপ্তি পত্রিকা, ওয়েবসাইট, ইত্যাদিতে বহুল প্রচারিত করা হয়। তারপরও দেখা যায় অনেক সময়ই বা অনেক টেন্ডারেই টেন্ডার দেয়ার জন্য ঠিকাদাররা আগ্রহ হয় না। আবার বিভিন্ন ভয়-ভীতি বা যোগ-সাজশের কারনেও কম ঠিকাদার টেন্ডার জমা দিতে পারে।
এখন প্রশ্ন হলো, একটি মাত্র দরপত্র বা টেন্ডার জমা হলে কি হবে ? রিটেন্ডার হবে নাকি হবে না ?
বিস্তারিত জানার জন্য সাবস্ক্রাইব করুনঃ
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
6 thoughts on “একটি মাত্র দরপত্র জমা হলে করণীয় কি ?”