বিদেশি ফার্মের সাথে জয়েন্ট ভেঞ্চার পরিচালনার নতুন নীতিমালা
বিদেশি অংশীদারি যৌথ মালিকানার কোম্পানির ব্যবসা (JVCA) পরিচালনার জন্য নতুন নীতিমালা করেছে সরকার।
আন্তর্জাতিক (International) অথবা অভ্যন্তরিন (National) দরপত্রে জয়েন্ট ভেঞ্চার গঠনের ক্ষেত্রে যদি কোন বিদেশি প্রতিষ্ঠান অংশীদার (Foreign Partner) হিসেবে অংশগ্রহন করে তখন এই নীতিমালা অনুযায়ি অনেক কিছু দেখতে হবে। বিশেষ করে দরপত্র দলিল (Tender Document) প্রস্তুতিতে এবং দরপত্র মূল্যায়নে তা অনেক কাজে লাগবে।
এই নীতিমালায় কি আছে বিস্তারিত জানতে লগইন করুনঃ
এই লেখকের অন্যান্য লেখা
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ
ক্রেডিট লেটার বা Letter of Credit কি ?
আন্তর্জাতিক দরপত্রে ক্রেডিট লেটার বা লেটার অব ক্রেডিট শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি। বিশেষ করে আন্তর্জাতিক দরপত্রে পণ্য ক্রয়ের ক্ষেত্রে
টেন্ডার ভেলিডিটি শেষ হয়ে গেলে কি করবেন ?
টেন্ডার ভেলিডিটি (Tender Validity) অর্থ দরপত্র বৈধতার মেয়াদ। দরপত্র প্রক্রিয়ায় এই টেন্ডার Validity এর মেয়াদ অনেক গূরুত্বপূর্ণ। টেন্ডার Validity এর