ই-জিপি তে সীমিত দরপত্র পদ্ধতি বা LTM নিয়ে হযবরল অবস্থা। নতুন সংশোধনী জারী হবার পর LTM এর মাধ্যমে দরপত্র আহবান সহজ হবার পরও জটিলতা কাটছে না। অনধিক ৩ (তিন) কোটি টাকা মূল্যের কার্য ও ভৌত সেবার ক্ষেত্রে দাখিলকৃত দরপত্রে দাপ্তরিক প্রাক্কলনের ৫% (পাঁচ শতাংশ) এর অধিক কম বা অধিক বেশী দর উদ্ধৃত করা হলে উক্ত দরপত্র বাতিল হবে। এখানে কোন অভিজ্ঞতা বা আর্থিক সামর্থের প্রয়োজন হয় না বলে খুব সহজেই এবং কম সময়ে দরপত্র দাখিল ও মূল্যায়ন করা যায়। ফলে কার্য ক্রয়ের বেলায় এই পদ্ধতিটি ক্রয়কারি ও দরদাতাদের মধ্যে আগ্রহ লক্ষ্যনীয়।
কিন্তু প্রথম থেকেই ই-জিপি তে LTM নিয়ে হযবরল অবস্থা চলছে।
বিস্তারিত নিচে আলোচনা করা হলঃ