ক্রয়কারীদের Post Procurement Review করতেই হবে

নিরপেক্ষ পরামর্শক কর্তৃক নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রয় কার্যের রেকর্ড পুনরীক্ষণ (Procurement Review) করা প্রয়োজন। পুনরীক্ষণে ক্রয় সংশ্লিষ্ট বিধি-বিধানের প্রতিপালন, চুক্তি ব্যবস্থাপনা, বিলম্ব ও উক্ত বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে করণীয় সম্পর্কে ঠিক করা যায় এবং ভবিষ্যৎ ভুল-ভ্রান্তি এড়ানো যায়।
আরও জানতে দেখুনঃ ক্রয় প্রক্রিয়া পুনরীক্ষণ (Procurement Review) কি ?
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬) এর ধারা ২৪ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (পিপিআর ২০০৮) এর বিধি ৪৫-৪৬ এ সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুযায়ী ক্রয় কার্যক্রম প্রক্রিয়া করা হয়েছে কী না উক্ত বিষয়ে ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (Post Procurement Review) কার্যক্রম সম্পাদনের নির্দেশনা রয়েছে।
পিপিআর ২০০৮ এর বিধি ৪৬(১) অনুযায়ী কোন অর্থ বছরে কোন ক্রয়কারী কর্তৃক ১০ কোটি টাকার উর্ধ্বে ক্রয় কাজ সম্পাদিত হলে সংশ্লিষ্ট ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) কর্তৃক নিরপেক্ষ পরামর্শক দ্বারা Post Procurement Review করার বিধান রয়েছে। সেক্ষেত্রে Post Procurement Review এর জন্য বাছাইকৃত চুক্তিগুলো এমন ভাবে নির্বাচন করতে হবে যেন কোন অর্থ বৎসরে সম্পাদিত মোট চুক্তি সংখ্যার ন্যূনতম ১৫% এবং তা সম্পাদিত চুক্তিসমূহের মোট মূল্যের ৩০% এর কম না হয়।
উক্ত বিধির (বিধি ৪৬) অন্যান্য উপ-বিধিতে এ সংক্রান্ত কাজ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা রয়েছে।
এছাড়াও, Post Procurement Review কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য সিপিটিইউ কর্তৃক একটি কার্যপ্রণালী জারি করা হয়েছে। কার্যপ্রণালীটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
Working procedure for conducting Post-procurement Review
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিপিটিইউ কর্তৃক একটি অবহতিকরণ পত্রও প্রচার করা হয়েছে।


এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.