ক্রয়কারীদের Post Procurement Review করতেই হবে
নিরপেক্ষ পরামর্শক কর্তৃক নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রয় কার্যের রেকর্ড পুনরীক্ষণ (Procurement Review) করা প্রয়োজন। পুনরীক্ষণে ক্রয় সংশ্লিষ্ট বিধি-বিধানের প্রতিপালন, চুক্তি ব্যবস্থাপনা, বিলম্ব ও উক্ত বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে করণীয় সম্পর্কে ঠিক করা যায় এবং ভবিষ্যৎ ভুল-ভ্রান্তি এড়ানো যায়।
আরও জানতে দেখুনঃ ক্রয় প্রক্রিয়া পুনরীক্ষণ (Procurement Review) কি ?
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬) এর ধারা ২৪ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (পিপিআর ২০০৮) এর বিধি ৪৫-৪৬ এ সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুযায়ী ক্রয় কার্যক্রম প্রক্রিয়া করা হয়েছে কী না উক্ত বিষয়ে ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (Post Procurement Review) কার্যক্রম সম্পাদনের নির্দেশনা রয়েছে।
পিপিআর ২০০৮ এর বিধি ৪৬(১) অনুযায়ী কোন অর্থ বছরে কোন ক্রয়কারী কর্তৃক ১০ কোটি টাকার উর্ধ্বে ক্রয় কাজ সম্পাদিত হলে সংশ্লিষ্ট ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) কর্তৃক নিরপেক্ষ পরামর্শক দ্বারা Post Procurement Review করার বিধান রয়েছে। সেক্ষেত্রে Post Procurement Review এর জন্য বাছাইকৃত চুক্তিগুলো এমন ভাবে নির্বাচন করতে হবে যেন কোন অর্থ বৎসরে সম্পাদিত মোট চুক্তি সংখ্যার ন্যূনতম ১৫% এবং তা সম্পাদিত চুক্তিসমূহের মোট মূল্যের ৩০% এর কম না হয়।
উক্ত বিধির (বিধি ৪৬) অন্যান্য উপ-বিধিতে এ সংক্রান্ত কাজ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা রয়েছে।
এছাড়াও, Post Procurement Review কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য সিপিটিইউ কর্তৃক একটি কার্যপ্রণালী জারি করা হয়েছে। কার্যপ্রণালীটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
Working procedure for conducting Post-procurement Review
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিপিটিইউ কর্তৃক একটি অবহতিকরণ পত্রও প্রচার করা হয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা
Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা
সরকারি ক্রয় নিরীক্ষা (Public Procurement Audit) হলো সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকিউরমেন্ট অডিট একটি পদ্ধতিগত যাচাই
ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
স্বাধীনতা কি লাগামহীন ? স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত