বিদেশি ঋণ ব্যবহারে কঠোর সরকার: প্রকল্প বাস্তবায়নে নতুন শর্ত
বাংলাদেশ সরকার বিদেশি ঋণ এবং সহায়তা ব্যবহারে ঐতিহাসিক ধীরগতির কারণে নতুন বিদেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য কঠোর পূর্বশর্ত আরোপ করেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কমানো এবং প্রস্তুতিমূলক কাজের মান উন্নত করা। বিদেশি অর্থায়নে প্রকল্পের ঋণচুক্তি সই করার আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অবশ্যই পূরণ করতে হবে মর্মে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে।
বর্তমানে প্রায় ৪৩ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা পাইপলাইনে জমা আছে, কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে এর মাত্র ১৩.৫৭ শতাংশ প্রকল্প সংশ্লিষ্ট অংশে ব্যয় হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ ও চ্যালেঞ্জসমূহ বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো সাধারণত পাঁচ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হলেও, বছরে ন্যূনতম ২০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারে না। এই ধীরগতির কারণে বাংলাদেশ ঋণদাতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত কমিটমেন্ট চার্জ দিতে বাধ্য হয় এবং প্রকল্পের ব্যয়ও বেড়ে যায়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি নথি অনুযায়ী, প্রকল্প বিলম্বের প্রধান কারণগুলো হলো:
- প্রকল্প প্রস্তুতিতে আর্থিক ও মানবসম্পদ ঘাটতি।
- প্রকল্প ও দরপত্র সংক্রান্ত নথির জটিল ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া।
- জমি অধিগ্রহণে জটিলতা।
- বাস্তবায়নকারী সংস্থা ও সম্পাদনকারী সংস্থাগুলোর অভিজ্ঞতা ও সক্ষমতার সীমাবদ্ধতা।
- দুর্বল প্রকল্প প্রস্তুতি।
এডিবি আরও উল্লেখ করেছে যে, ক্রয় প্রক্রিয়াতেও সমস্যা রয়েছে, যেমন:
- পর্যাপ্ত প্রকল্প প্রস্তুতি না থাকা।
- নিম্নমানের ডিজাইন।
- প্রকৌশল খরচের প্রাক্কলন বাজারমূল্যের সঙ্গে মিল না থাকা।
- দুর্বল দরপত্র নথি।
নতুন শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- জমি অধিগ্রহণ: প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাকে সম্পূর্ণ জমি অধিগ্রহণ শেষ করতে হবে।
- পুনর্বাসন পরিকল্পনা: জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
- উপাদানভিত্তিক খরচের হিসাব: প্রকল্প কর্তৃপক্ষকে উপাদানভিত্তিক খরচের বিস্তারিত হিসাব প্রস্তুত করতে হবে।
- দরপত্রের খসড়া চূড়ান্ত করা এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করা: দরপত্রের খসড়া জমা দিতে হবে এবং দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি সই পর্যন্ত পুরো প্রক্রিয়া ঋণচুক্তি সইয়ের আগেই শেষ করতে হবে।
- অর্থ বিভাগের অনুমোদন: ঋণচুক্তি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পাদিত উপ-চুক্তির শর্তাগুলোর জন্য অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে।
- ইউটিলিটি স্থানান্তরের জন্য স্পষ্ট চুক্তি: নির্মাণকাজের সময় যেসব ইউটিলিটি বা স্থাপনা স্থানান্তরের প্রয়োজন হতে পারে, সেগুলোর জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সময়সীমা সম্পর্কিত স্পষ্ট চুক্তি থাকা বাধ্যতামূলক।
নতুন এই কঠোর শর্তাবলী আরোপের মাধ্যমে সরকার বিদেশি ঋণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়ন বিলম্ব জনিত আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে। এই পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করা হলে, দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বিদেশি সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

বিস্তারিতঃ নতুন বিদেশি ঋণ নিতে সরকারি সংস্থাকে মানতে হবে যেসব শর্ত
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর