নির্বাচিত National Procurement Trainers এর তালিকা

পাবলিক প্রকিউরমেন্টের বিষয়ে ১৪ জন নতুন National Procurement Trainers আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU) এর আওতায় দীর্ঘ ও কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই National Procurement Trainers দের নির্বাচন করা হয়েছে।
CPTU কর্তৃক প্রকাশিত নব নির্বাচিত National Procurement Trainers দের তালিকা নিচে দেয়া হলোঃ

ইতিপূর্বে ১লা এপ্রিল ২০২১ ইং তারিখে এই National Procurement Trainers নির্বাচনের জন্য আগ্রহিদের মধ্য থেকে দরখাস্থ আহবান করা হয়েছিল। প্রায় দের বছরের বেশি সময় ধরে এই নির্বাচন প্রক্রিয়া চলেছে। বিশ্বব্যাংক এবং International Training Center of the ILO (ITC-ILO) এর সহযোগিতায় এবং CPTU তে পরিচালিত একটি কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন প্রশিক্ষকদের নির্বাচন করা হয়েছে।
সর্বশেষ ২০১৬ সালে ২১ জন National Procurement Trainers তালিকাভুক্ত করা হয়েছিল। CPTU এর তথ্য মতে এই নতুন ১৪ জন সহ বর্তমানে মোট National Procurement Trainers এর সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।
CPTU কর্তৃক বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিকীকরণের অংশ হিসেবে সমস্ত ক্রয়কারী সংস্থা, ব্যাংকের কর্মকর্তা এবং বাংলাদেশের দরপত্রদাতাদের বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়ে থাকে। এই নব নির্বাচিত প্রশিক্ষকগনের অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরো দক্ষতার সাথে বাস্তবায়ন করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে।
National Procurement Trainers হিসেবে নব নির্বাচিত প্রশিক্ষকদের প্রকিউরমেন্টবিডি.কম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এই লেখকের অন্যান্য লেখা

টেকসই ক্রয় (Sustainable Procurement) এর কিছু বাস্তব উদাহরণ
টেকসই ক্রয় (Sustainable Procurement) হচ্ছে এমন একটি ক্রয় এবং বিনিয়োগ প্রক্রিয়া যাতে সামগ্রিক ভাবে ব্যয়ের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক

Bangladesh: Public Procurement Reform Stuck Even After the Ordinance Issued!
The Government of the People’s Republic of Bangladesh issued the “Public Procurement (Amendment) Ordinance, 2025” on May 4, 2025. Its

অধ্যাদেশ জারীর পরও পাবলিক প্রকিউরমেন্ট সংস্কার আটকে আছে কেন !
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” জারী করা হয়েছে। এর মূল

একাধিক ঠিকাদারের দর সমান হলে Past Performance Matrix দিয়ে কিভাবে Ranking করবেন
পিপিআর-০৮ এর সর্বশেষ সংশোধনী অনুযায়ি একাধিক ঠিকাদারের মধ্যে দর সমান হলে কিভাবে সর্বনিম্ন দরদাতা নির্ধারন হবে তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে