e-GP তে অনির্দিষ্ট মেয়াদের জন্য Debar করার provision যুক্ত করা প্রয়োজন
পিপিআর ২০০৮ এর বিধি ১২৭(৪)(গ) মোতাবকে ক্রয়র্কাযরে সাথে সংশ্লষ্টি কোন ব্যক্তি অসদাচরণরে দায়ে দুষ্ট হলে “উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে তাহার এবং অন্য সকল ক্রয়কারীর ক্রয় কার্যক্রমে, উক্ত ক্রয় সরকারি তহবিল দ্বারা করা হইয়া থাকিলে, কোন নির্দিষ্ট মেয়াদ বা অনির্দিষ্ট মেয়াদের জন্য, অংশগ্রহণের অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবে”।
কিন্তু e-GP System এ অনির্দিষ্ট মেয়াদের (Indefinite period) জন্য Debar এর কোন সংস্থান নেই। নির্দিষ্ট তারিখের ভিত্তিতে ডিবার করা যায়।
e-GP তে অনির্দিষ্ট মেয়াদের জন্য Debar এর সংস্থান যুক্ত করা প্রয়োজন।
এই লেখকের অন্যান্য লেখা
Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা
সরকারি ক্রয় নিরীক্ষা (Public Procurement Audit) হলো সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকিউরমেন্ট অডিট একটি পদ্ধতিগত যাচাই
ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
স্বাধীনতা কি লাগামহীন ? স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত