CPTU হতে মোট ২৭ টি সরকারি সংস্থায় (NSPSOs: Newly Selected Public Sector Organizations) কেন্দ্রীয় ভাবে প্রকিউরমেন্ট সেল গঠন করার নির্দেশনা জারী করা হয়েছে। এই সেল বা ইউনিটে ৫-১০ জনের একটি টিম থাকবে। এই ইউনিট টি-ই পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থার সরকারি ক্রয়ে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। তবে ইউনিটগুলো পদবীর ভিত্তিতে নয় বরং প্রকিউরমেন্ট সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করার সুপারিশ করা হয়েছে।

1 thought on “২৭ টি সরকারি সংস্থায় প্রকিউরমেন্ট সেল গঠন করতে হবে”