সরকারি ক্রয়ে বেসরকারি কোম্পানির বীমা গ্রহনযোগ্য হবে কি না ?

বিমা খাতে দেশে সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন নামে দুটি সরকারি সংস্থা রয়েছে। বিদেশি জীবনবিমা কোম্পানি আছে দুটি—যুক্তরাষ্ট্রভিত্তিক মেটলাইফ ও ভারতীয় লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (এলআইসি)। এর বাইরে ৩২টি বেসরকারি জীবনবিমা কোম্পানি ও ৪৬টি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি আছে।
বীমা নিয়ে বিস্তারিত জানতে দেখুনঃ বীমা (Insurance) কি ?
সরকারি ক্রয়ে Works (কার্য) চুক্তির ক্ষেত্রে নন-লাইফ (Insurance) বীমা করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দরপত্র/চুক্তি দলিলে বিস্তারিত উল্লেখ থাকে। তবে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা সংগ্রহ করতে হবে তার উল্লেখ নেই। ফলে ক্রয়কারিদের অনেক সময় না জানার কারনে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ি যে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা করা হয়ে থাকে।
এই বীমা করা নিয়ে এখন সরকারি প্রকল্পগুলোতে প্রচুর অডিট অবজেকশন হচ্ছে। সরকারি টেন্ডারে ক্রয় চুক্তির ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশন থেকে বীমা করতে হবে। সরকারি ক্রয়ে বেসরকারি প্রতিষ্ঠানের বীমা গ্রহনযোগ্য হবে না। এছাড়া সেক্ষেত্রে দাবি সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হবে।
সরকারি ক্রয়ে কেন সাধারণ বীমা থেকেই ইনস্যুরেন্স করতে হবে এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন
আরও দেখুনঃ কার্য চুক্তি স্বাক্ষরের সময় বীমার শর্তগুলো কিভাবে ঠিক করবেন ?

এই লেখকের অন্যান্য লেখা

ই-জিপিতে মূল্যায়ন কমিটির কলেবর বৃদ্ধিঃ সদস্যদের সম্মানী পাওয়াতে বঞ্চনা বৃদ্ধির আশংকা
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

প্রকল্প পরিচালকদের ৪র্থ কিস্তি ব্যয় করতে অনুমতি লাগবে না
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প পরিচালকদের জন্য টাকা খরচ করতে কোনো অনুমতি লাগবে না। অর্থ বিভাগ গত মঙ্গলবার হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ)

সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে
গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025] গেজেট আকারে

Strategies for Saying “No” as a Project Manager
Project managers frequently find themselves juggling competing priorities, tight deadlines, and stakeholder demands. While accommodating requests is important for maintaining